ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৩৬, ১৮ মার্চ ২০১৬

ঝলক

বায়ু দূষণ পরিমাপে কবুতর! বায়ু দূষণের পরিমাপ জানাবে কবুতরের দল! বিস্ময়কর মনে হচ্ছে, কিন্তু এটাই এখন বাস্তব। এমনই এক উদ্যোগ নেয়া হয়েছে লন্ডনে। @পিজিয়নএয়ার-এ টুইট আইডির মাধ্যমে এলাকার বাতাসের দূষণের অবস্থা জানতে পারছেন লন্ডনবাসী। জানা যায়, কবুতরগুলোর পিঠের ওপর একটি ব্যাকপ্যাক রয়েছে। ওই ব্যাকপ্যাকে রাখা পল্যুশন সেন্সর ও জিপিএস ট্র্যাকার বাতাসে নাইট্রোজেন ডাই-অক্সাইড ও ওজনের পরিমাণ নির্ণয় করে টুইটের মাধ্যমে তা কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, কবুতরগুলো যেখানে রাখা হয়েছে সেখানকার সচিত্র মানচিত্রও অনলাইনে দেখানো হচ্ছে। এ প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে পাম ল্যাবস নামে একটি প্রতিষ্ঠান। কবুতরগুলোর সার্বিক নিরাপত্তার বিষয়ে একটি দল কাজ করছে। অবশ্য বায়ু দূষণ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ লন্ডনেই প্রথম নয়। জিপিএস ট্র্যাকার ও গোপ্রো ক্যামেরার মাধ্যমে ময়লা-আবর্জনা সর্বক্ষণিক পর্যবেক্ষণ করছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। মস্তিষ্কের বয়স কমাতে... বয়স তো বাড়বেই। এটাই স্বাভাবিক নিয়ম। তবে মস্তিষ্কের বয়স বাড়তে দেবেন কেন? দেহের বয়স যাই হোক না কেন, মস্তিষ্কের বয়স আপনি নিজেই কমাতে পারেন কেবল সিঁড়ি দিয়ে ওঠানামা করে। সাম্প্রতিক এক গবেষণায় এমনই তথ্য পাওয়া গেছে। নিউরো বায়োলজি অব এজিংয়ে গবেষণার রিপোর্টে দেখা যায়, যারা নিয়মিত সিঁড়ি ব্যবহার করেন তাদের মস্তিষ্ক বয়স তুলনায় কম হারে বাড়ে। এর সঙ্গে আরও একটি বিষয় রয়েছে, দেখতে হবে সেই ব্যক্তি কত বছর স্কুলে পড়াশোনা করেছেন। ১৯ থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত ৩৩১ ব্যক্তিকে নিয়ে এই গবেষণা চালানো হয়। এমআরআই এবং নন-ইনভেসিভ পরীক্ষায় দেখা গেছে, যে ব্যক্তি যত বছর স্কুলে পড়াশোনা করেছেন এবং যত বেশিবার সিঁড়ি দিয়ে ওঠানামা করেছেন, তার মস্তিষ্কের ক্ষয়ের হার তুলনামূলক কম।
×