ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনগণের সম্পদ সুরক্ষা আমার দায়িত্ব ॥ নয়া গবর্নর

প্রকাশিত: ০৫:৩৫, ১৮ মার্চ ২০১৬

জনগণের সম্পদ সুরক্ষা আমার দায়িত্ব ॥ নয়া গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে লোপাট হওয়া অর্থ উদ্ধারে যথাযথভাবে তদন্তের বিষয়টি প্রথম কাজ হিসেবে নিয়েছেন ব্যাংকের নতুন গবর্নর ফজলে কবির। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের তথা জনগণের সম্পদ সুরক্ষা করা আমার দায়িত্ব। বিদেশ থেকে ফিরে বিমানবন্দরে পা রেখে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রীর দেয়া সময় ১৮ মার্চের একদিন আগেই তিনি ঢাকায় ফিরলেন। বৃহস্পতিবার ভোর ৫টা ৪২ মিনিটে নিউইয়র্ক থেকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ফজলে কবির বলেন, আমাকে গবর্নর করায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সরকারের কাছে আমি কৃতজ্ঞ। দায়িত্ব নেয়ার পর আমার প্রথম কাজ হবে ব্যাংকের রিজার্ভ থেকে খোয়া যাওয়া অর্থের বিষয়টি যথাযথভাবে তদন্ত করা এবং এ কাজের জন্য প্রয়োজনীয় যেসব উদ্যোগ নেয়া প্রয়োজন তা যথাযথ বাস্তবায়ন করা। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের তথা জনগণের সম্পদ সুরক্ষা করাও আমার দায়িত্ব। একে একে যেসব তদন্ত রিপোর্ট আসবে তা দেখে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সাবেক গবর্নর ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংক পরিচালনা করতে যেসব উদ্যোগ নিয়েছিলেন সেগুলো চলমান থাকবে। ঢাকায় পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ধানম-িতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন গবর্নর ফজলে কবির। আগামী রবিবার তিনি বাংলাদেশ ব্যাংকে যাবেন। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ৮০০ কোটি টাকা) চুরি হওয়ার ঘটনায় গবর্নর আতিউর রহমানের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হলেন অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব ফজলে কবির। চার বছরের জন্য গবর্নর নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। ডেপুটি গবর্নর খুঁজতে সার্চ কমিটি ॥ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নরের শূন্য দুটি পদে যোগ্যপ্রার্থী নিয়োগ দিতে সার্চ কমিটি গঠন করেছে সরকার। বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেনÑ বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গবর্নর ফজলে কবির, বিআইডিএসের মহাপরিচালক ড. কেএএস মুর্শিদ, অর্থনীতিবিদ ও অগ্রণী ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চন্দ্র দাস। আগামী কয়েক দিনের মধ্যে কমিটি বসে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে। স্টাফ রিপোর্টার ॥ দেশে ফিরে রাতেই অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গবর্নর ফজলে কবির। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টু রোডে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সরকারী বাড়িতে যান তিনি। অর্থমন্ত্রীর বাসা থেকে বের হয়ে আসার সময় নতুন গবর্নর সাংবাদিকদের বলেন, মন্ত্রীর সঙ্গে এটা ছিল তার সৌজন্য সাক্ষাত।
×