ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাবার অনুপযোগী আরও এক জাহাজ গম ফেরত যাচ্ছে

প্রকাশিত: ০৫:৩৩, ১৮ মার্চ ২০১৬

খাবার অনুপযোগী আরও এক জাহাজ গম ফেরত যাচ্ছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারী পর্যায়ে গম আমদানির ক্ষেত্রে অনিয়ম, জালিয়াতি ও কেলেঙ্কারির ঘটনার যেন অবসান হচ্ছে না। এর আগে সরকারী পর্যায়ে আমদানিকৃত তিন জাহাজের গম নিম্নমানের ও খাবার অনুপযোগী বিবেচিত হওয়ার পর দেশজুড়ে বেশ হৈ চৈ পড়ে যায়। পরে বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়। অপরদিকে, আবার কিছু গম ফেরতও গেছে। এবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে নতুন করে ফেরত যাচ্ছে এক জাহাজ গম। সরকারী পর্যায়ে ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল গমগুলো। পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় আমদানির এ গমগুলো গ্রহণ করা হয়নি। নরওয়ের পতাকাবাহী একটি জাহাজে ভাসমান ছিল এই গম। সরকারী আমদানির ২ লাখ টন গম নিয়ে কেলেঙ্কারির কোন সুরাহা হতে না হতেই নতুন একটি চালানেও অনুরূপ ঘটনা ঘটেছে। চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরের কুতুবদিয়া এলাকায় নরওয়ের পতাকাবাহী এমভি স্পার লিবরা নামের জাহাজে গমের চালানটি এসেছিল গত ৮ মার্চ। চট্টগ্রাম ও মংলা বন্দরে গমগুলো খালাসের কথা ছিল। কিন্তু জাহাজটি পৌঁছার পর খাদ্য বিভাগ নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার পর গমগুলো খাবার অনুপযোগী ও নি¤œমানের হিসেবে শনাক্ত হয়। এরপর সেগুলো গ্রহণ না করার সিদ্ধান্ত হয়। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, নমুনা পরীক্ষায় গমগুলো মানসম্মত ও খাবার উপযোগী হিসেবে প্রমাণিত হয়নি। মানের ক্ষেত্রে যেটুকু ক্ষতিকর দিক স্বাস্থ্যের জন্য সহনীয় তা সেই মাত্রায় নয় বলে ফেরত দেয়া হচ্ছে। জাহাজটিতে রয়েছে ৫১ হাজার মেট্রিক টন গম। এর আগেও মান নিয়ে প্রশ্ন ওঠায় ব্রাজিল, রুমানিয়া ও ফ্রান্স থেকে আমদানি করা কয়েক জাহাজ গম ফেরত পাঠানো হয়েছিল। বন্দরেরর সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, এর আগে এমভি পিনটেইল জাহাজের আংশিক গম চট্টগ্রামে খালাস করা হলেও বাকি গমগুলো মংলা বন্দরে পৌঁছার পর সেখানকার জন্য নির্ধারিত গম গ্রহণ করা হয়নি। তদারকি কমিটি গত অক্টোবর মাসে জাহাজে পণ্য পরিদর্শন করে তা খালাস না করার সিদ্ধান্ত নেয়। এর আগে গত বছরের আগস্ট মাসে ফেরত পাঠানো হয়েছিল ৫০ হাজার ৩শ’ মেট্রিক টন গম। এমভি ওয়েস্টার্ন টেক্সাস নামের জাহাজে ফ্রান্স থেকে এসেছিল চালানটি। আমদানির স্পেসিফিকেশন অনুযায়ী না হওয়ায় ওই চালানটি ফেরত দেয়া হয়। তারও আগে এমভি এ্যালবাট্রস নামের আরও একটি জাহাজে ফেরত পাঠানো হয়েছিল ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গম। সব মিলিয়ে সম্প্রতি ৩ জাহাজ গম ফেরত পাঠানো হয়। সর্বশেষ জাহাজসহ মোট ৪ হাজার গম ফেরত যাচ্ছে। ফ্রান্স, রুমানিয়া, ইউক্রেন, রাশিয়া ও ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে গম আমদানি করা হয়ে থাকে।
×