ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ মার্চ ২০১৬

নতুন গবেষণা

টি-রেক্স ডাইনোসর কেন ভয়ঙ্কর পৃথিবীতে ঘুরে বেরানো সবচাইতে ভয়ঙ্কর ডাইনোসর ছিল টি-রেক্স বা ট্রাইনোসরাস রেক্স। বিজ্ঞানীরা নতুন গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন কেন সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসর টি-রেক্স। উত্তর উজবেকিস্তানের মরুভূমিতে টাইরানোসর পরিবারের এক নতুন প্রজাতির দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে। টিমুরলেঙ্গিয়া নামে পরিচিত এই প্রজাতিটি টি-রেক্সেরও কুড়ি মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এটি ছিল ঘোড়ার আকৃতির। মস্তিষ্ক ছিল উন্নত। ফলে বৃহদাকৃতি হবার আগে টাইরানোসররা ছিল অধিক বুদ্ধিমান। সূত্র : বিবিসি বায়োনিক ফিঙ্গার মানুষের আঙ্গুলের মতোই স্পর্শ অনুভূতি দিতে পারে ‘বায়োনিক ফিঙ্গার’। ইলেক্ট্রনিক সেন্সর প্রযুক্তিনির্ভর কৃত্রিম আঙুলটি বস্তুর উপরিভাগ স্পর্শ করে সেটির তথ্য সরাসরি ব্যবহারকারীদের নার্ভে পাঠাতে পারে। পরীক্ষামূলকভাবে আঙ্গুলটি কাজে লাগিয়ে স্পর্শের অনুভূতি পেয়েছেন ডেনিস অ্যাবো সোরেনসেন নামের দুর্ঘটনায় হাত হারানো এক ব্যক্তি। সূত্র : ডেইলি মেইল
×