ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অরা বিউটি লাউঞ্জ

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৪:৩১, ১৮ মার্চ ২০১৬

ফ্যাশন সংবাদ

পহেলা বৈশাখ উপলক্ষে নগরীর বেইলি রোডে অবস্থিত অরা বিউটি লাউঞ্জ দিচ্ছে ১২শ’ টাকায় বৈশাখী মেকওভার, চুল বাঁধা ও শাড়ি পরা। এই প্যাকেজটি পাওয়া যাবে শুধুমাত্র পহেলা বৈশাখের দিনে। এছাড়া একই দিন অরা বিউটি লাউঞ্জ খোলা থাকবে সকাল পাঁচটা থেকে বিকেল তিনটা পর্যন্ত। উল্লেখ্য, অরাতে রয়েছে ব্রাইডাল মেকআপ, ব্রাইডাল মেহেদী, পার্টি মেকআপ, ফেসিয়াল, মেনিকিওর-পেডিকিওর, হেয়ার কাটিং এ্যান্ড স্টাইল, হেয়ার কালারিং, হেয়ার রিবন্ডিং, ফুট ম্যাসাজসহ রূপচর্চার আরও নানান সেবা। যোগাযোগ: গোল্ড প্যালেস (২য় তলা), ৩, নিউ বেইলি রোড, ঢাকা। ফোন : ৯৩৩৩২৬৬ ব্যাঙ ক্রেতা সাধারণের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন ভিন্নধর্মী এক প্রস্তাবনা। ব্যবহৃত পণ্য পরিবর্তন অথবা টাকা ফেরত দেয়ার প্রস্তাবনা। পণ্য পরিবর্তন অথবা টাকা ফেরত দেয়ার সময়সীমা পণ্য বিক্রির ৭ দিন পর্যন্ত। ক্রয়কৃত পণ্য ধোয়ার পরে রং নষ্ট হলে, রং’র কোন রকম পরিবর্তন হলে ব্যবহৃত পণ্য পরিবর্তন অথবা ফেরত দেয়া হবে। পরিবর্তন অথবা ফেরত দেয়ার সময়ে অবশ্যই মেমো দেখাতে হবে। ইচ্ছাকৃত অথবা দুর্ঘটনাজনিত কারণে কাপড় ছিঁড়ে গেলে, রং উঠলে, নষ্ট হলে পণ্য’র দায় দায়িত্ব ব্যাঙ কর্তৃপক্ষের নয়। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবিসহ সবরকম মানানসই পোশাক। দেশী বয়েজ এই গরমে দেশী বয়েজ নিয়ে এসেছে ছেলেদের আরামদায়ক পোশাক। চমৎকার রং ও ফেব্রিকে তৈরি পোশাকগুলো সহজেই নজর কাড়বে নতুন প্রজন্মের। সেই সঙ্গে মনকাড়া ডিজাইন দ্যুতি ছড়াবে এই গরমে। যোগাযোগ : বিক্রমপুর প্লাজা (২য় তলা), জুরাইন, শ্যামপুর ও জিএম প্লাজা (নিচতলা), নিউ এলিফ্যান্ট রোড। হাকিমের পর্দা ঢাকা ইসলামপুর চায়না মার্কেট বেইজমেন্টে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী পর্দা-সোফা ও গাড়ির সিট- কভারের কাপড় পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান-এ হাকিম ট্রেডার্স মহান স¦াধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে, ১৩ মার্চ হতে ২৯ মার্চ পর্যন্ত ভোক্তাদের জন্য দেশী-বিদেশী সকল পর্দা-সোফা কভারের কাপড়ের মূল্যে বিশেষ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে আসন্ন গ্রীষ্মের উপযোগী প্রচুর ডিজাইন ও রঙের পর্দা কাপড় তাদের বিক্রয় কেন্দ্রে পসরা সাজিয়েছে। সারা বাংলাদেশের পাইকারদের জন্য এক মাসের সুযোগে রয়েছে, ইসলামপুর সিøপের বিপরীতে মাল কেনার বিশেষ সুবিধা। এই অফার থাকবে স্বাধীনতার মাস পুরো মার্চজুড়ে। এ হাকিমের বৃহৎ পরিসরের প্রতিষ্ঠানটি হতে মাত্র ৩৫ টাকা হতে ১২০০ টাকা পর্যন্ত গজের কাপড় কেনার সুবিধা রয়েছে। এরকম সুবিধা ইসলামপুরের আর কোন পর্দা কাপড়ের বিক্রয় কেন্দ্রে নেই। সুতরাং সব শ্রেণী ও পেশার মানুষের কেনাকাটার জন্য প্রথম পছন্দ এ হাকিম ট্রেডার্সের বিক্রয় কেন্দ্র। নিপুণের ফ্যাশনের কারিগর নিপুণ। বাংলাদেশের দেশীয় ফ্যাশনের অন্যতম হাউস। মহান স্বাধীনতা দিবসে নিপুণ হাজির হয়েছে লাল-সবুজ নিয়ে। লাল-সবুজ রঙের সালোয়ার কামিজ, পাঞ্জাবি এবং শাড়িতে সেজেছে নিপুণ।সালোয়ার কামিজ এবং পাঞ্জাবি তৈরি হয়েছে সুতি কাপড়ে মেশিন এ্যাম্ব্রয়ডারি, ব্লক প্রিন্ট, স্ক্রীন প্রিন্টের সমন্বয়ে। অপরদিকে শাড়ি করা হয়েছে মসলিনে কাপড়ে এ্যাম্ব্রয়ডারি, স্ক্রীন প্রিন্টের মিশেলে। লাগানো হয়েছে পাড়।পোশাকগুলো পাওয়া যাচ্ছে দেশীসহ নিপুণের উত্তরা, যমুনা ফিউচার পার্ক, মীরপুর, ধানম-ির হোসেন প্লাজা ও সিলেটের শোরুমে।নিপুণের সঙ্গে যোগাযোগ : ০১৮৫৯৭০৭৪১০, ৮১২০০৪৮ টার্গেট ফ্যাশন হাউস টার্গেট এবারের গরমে নিয়ে এসেছে গরম উপযোগী সব নতুন পোশাক। টার্গেটে পাওয়া যাবে শত শত নতুন নতুন ডিজাইনের আরামদায়ক সুতি কাপড়ের তৈরি পোশাক। টার্গেটে রয়েছে টিÑর্শাট, পলো র্টি Ñশার্ট ও শার্ট। টার্গেটের সকল পোশাক ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে । এসব পোশাক খুচরা ও পাইকারি বিক্রি করা হয় । যোগাযোগ : ১১১ আজিজ সুপার মার্কেট (২য় তলা) ঢাকা । ২০২ উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট (২য় তলা) । মোবাইল : ০১৯২৩৭৬৬৩৫৬
×