ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা চরে মেছোবাঘ আটক

প্রকাশিত: ০৪:২৯, ১৮ মার্চ ২০১৬

পদ্মা চরে মেছোবাঘ আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে পদ্মার চরাঞ্চল থেকে একটি মেছোবাঘ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার রাতে রাজশাহী ১ বিজিবি ব্যাটালিয়নের প্রেমতলী সীমান্ত ফাঁড়ির সদস্যরা নদীর চর থেকে মেছোবাঘটি আটক করেন। রাতে কয়েকজন বিজিবি সদস্য সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় বালুচরে মেছোবাঘটিকে ঘোরাফেরা করতে দেখে তারা ধরে ফাঁড়িতে নিয়ে আসেন। মেছোবাঘটিকে রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে। আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা সদরের কুন্দুপুকুর, গোড়গ্রাম, সোনারায়, কচুকাটা, রামনগর, লক্ষ্মীচাপ ও পলাশবাড়ী ইউনিয়নে বিভিন্ন সময় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার দুপুর ২টায় ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ওই সব পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা প্রদান করা হয়। এ ছাড়া মন্ত্রী ওই অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের সহায়তায় ২২ শারীরিক প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার ও শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ৭০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির ৪ লাখ টাকা সমপরিমাণে বিতরণ করেন। গত ১২ ফেব্রুয়ারি গোড়গ্রাম ইউনিয়নের মাঝপাড়া গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে জেলা রেড ক্রিসেন্টের সহায়তায় এক হাজার করে টাকা, দুটি করে লুঙ্গি, শাড়ি ও কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ইউএনও সাবেত আলী, জেলা রেড ক্রিসেন্টের সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ডাঃ হাসান হাবিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল আসাদ মিয়া। যশোর কারাগারে এইডস রোগী শনাক্ত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর কেন্দ্রীয় কারাগারে একজন এইডস রোগীর সন্ধান পাওয়া গেছে। শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার বাসিন্দা ফেনসিডিল মামলায় দুই বছর দ-প্রাপ্ত কয়েদি সে। কারা সূত্র জানিয়েছে, জামিনে ছাড়া পাওয়ার জন্য ওই ব্যক্তি আদালতকে জানায়, তার শরীরে এইচআইভি (এইডস) ভাইরাস আছে। আদালত থেকে এই তথ্য জেল সুপারকে জানানো হয়। এরপর কারা কর্তৃপক্ষ সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করলে তিনি ওই আসামিকে পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মোল্লাহাটে পেট্রোল বোমাসহ আটক দুই স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে বুধবার রাতে প্রায় অর্ধশত পেট্রোলবোমাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নির্বাচনী মুহূর্তে চুনখোলা ইউপির ৯ নং ওয়ার্ড এলাকা ছোট কাচনা বাজারে বোমা উদ্ধারের ওই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়Ñ রাতে দারিয়ালা/ছোট কাচনা বাজোর থেকে স্থানীয়রা ৪৪ বোতল পেট্রোলবোমাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। ওই খবরে চুনখোলা ক্যাম্পের আইসি এসআই আনোয়ার হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত বোমা উদ্ধার ও দুই ব্যক্তিকে আটক করে। আটক দুই ব্যক্তি হলেন দারিয়ালা গ্রামের মৃত নওশের আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম দুখু মিয়া (৫০) ও মৃত সহিদুল ইসলাম মোল্লার ছেলে মোল্লা জাহিদুল ইসলাম ওরফে ডিকন মোল্লা (৪৫)। শতাধিক নেতাকর্মী আ’লীগে নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মফিজ উদ্দিন মেম্বারের নেতৃত্বে প্রায় শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)-এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা প্রমুখ। এন.ইউতে মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপে আবেদন শুরু ২১ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্র্র্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২১ মার্চ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে ক) মেধা তালিকায় স্থান পায়নি মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে ও ২য় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছে, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং. হঁ. বফঁ.নফ) থেকে পাওয়া যাবে।-বিজ্ঞপ্তি। ওয়ার্ল্ড ভার্সিটিতে চলচ্চিত্র প্রদর্শনী ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডব্লিউইউবি ফটোগ্রাফি এ্যান্ড মিডিয়া ক্লাবে ‘তৃতীয় ডব্লিউ ইউবি চেলচ্চিত্র প্রদর্শণী ’ উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এ ভার্সিটির উপÑউপাচার্য, অধ্যাপক ড. এম নুরুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মোরশেদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট্য অভিনেতা ও নাট্য নির্দেশক অনন্ত হিরা এবং অভিনেত্রী ও নাট্য নির্দেশক নুনা আফরোজ। স্বাগত বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, মোর্শেদা চৌধুরী।Ñবিজ্ঞপ্তি প্রকাশনা উৎসব স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাহিত্য সাময়িকীর প্রকাশনা উৎসব বৃহস্পতিবার সকালে জেলার গৌরনদী উপজেলা সদরের জিডিএসের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি জহুরুল ইসলাম জহির। উৎসবে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রণব রঞ্জন দত্ত বাবু, সাংবাদিক মণীষ চন্দ্র বিশ্বাস, খায়রুল ইসলাম, মনির হোসেন সরদার, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সহ-সভাপতি মোঃ সাইদ বীন ভূঁইয়া পান্নু, কবি ফাতেমা জান্নাত চাঁদনী, কবি সোহরাব শরীফ প্রমুখ। যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন ॥ আটক ২ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৭ মার্চ ॥ চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছে শ্বশুরবাড়ির লোকজন। আহত গৃহবধূ জেনি শীল (১৯) বাঁশখালী হাসপাতালে রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার শাশুড়ি সন্ধ্যা রানী দাশ (৬০) ও স্বামী রাজীব দাশকে (২৭) আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গৃহবধূর ওপর নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শ্বশুরবাড়ির দু’জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নির্যাতিতার পিতা নেপাল শীল বাদী হয়ে চারজনকে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
×