ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাঙ্গায় অগ্নিদগ্ধে খামার মালিকের মৃত্যু

প্রকাশিত: ০৪:২৮, ১৮ মার্চ ২০১৬

ভাঙ্গায় অগ্নিদগ্ধে   খামার মালিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ মার্চ ॥ ভাঙ্গা উপজেলার ঘারোয়া ইউনিয়নের মোকাররমপট্টি গ্রামে বৃহস্পতিবার ভোরে নিজ মুরগির খামারে অগ্নিদগ্ধ হয়ে মহসিন মাতুব্বর (৪৫) নামে এক খামার মালিকের মৃত্যু হয়েছে। মহসিন মাতুব্বর ওই গ্রামের মৃত রায়হান মাতুব্বরের ছেলে। জানা যায়, ওই গ্রামের মহসিন মাতুব্বর বেশ কয়েক বছর ধরে বাড়ির পাশের জায়গায় একটি মুরগির খামার গড়ে তোলেন। ওই খামারেই তিনি রাতে থাকতেন। বৃহস্পতিবার ভোর চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে খামারে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মহসিন ঘর থেকে বেরুতে পারেননি। ভেতরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান। আগুনে খামারের প্রায় এক হাজার চার শ’ মুরগি পুড়ে মারা যায়। কুমিল্লায় সেপটিক ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৭ মার্চ ॥ কুমিল্লায় কলেজ বাথরুমের সেপটিক ট্যাঙ্ক থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে নগরীর চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের একটি ভবনের বাথরুমের ট্যাঙ্ক থেকে ওই গলিত লাশটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। জানা গেছে, কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলায় চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের বিজ্ঞান ভবনের বাথরুমের ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। বুধবার রাতে পুলিশ রাজমিস্ত্রী ডেকে এনে বাথরুমের ওই ট্যাঙ্গি ভেঙ্গে ডোমের মাধ্যমে তল্লাশি চালিয়ে গলিত একটি লাশ উদ্ধার করে।
×