ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৪:২৮, ১৮ মার্চ ২০১৬

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর হরিণাফুলিয়া এলাকার ভাড়াটিয়া বাড়ির বাসিন্দা গৃহবধূ হামিদা বেগমকে (২৮) বৃহস্পতিবার দুপুরে হত্যা করে বাড়ির মালিক ও তার লোকজন লাশ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ওই এলাকার জনৈক ছালাম শরীফের বাড়ির ভাড়াটিয়া মাসুদ হাওলাদার অভিযোগ করেন, তার মামাশ্বশুর ছালাম শরীফ ও তার মেয়ে জামাতা শহিদ তার স্ত্রী হামিদা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার কথা রটিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তার স্ত্রী দুই সন্তানের জননী নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে খাটে বসা অবস্থায় থাকত না। আর হামিদার আত্মহত্যা করার কোন কারণই নেই। ফরিদপুরে লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, ফরিদপুরে ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর এলাকার একটি মাঠে লাশটি পড়ে থাকতে দেখা যায়। বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মোহনগঞ্জে অস্ত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৭ মার্চ ॥ মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকায় স্লুইসগেট সংলগ্ন সাপমরা খাল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিন ধরনের ৮ রাউন্ড গুলিসহ একটি পাইপগান উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টেংগাপাড়া রেল কলোনির দুই শিশু খালের পানি থেকে ঝিনুক কুড়োনোর সময় পানিতে পলিথিনে মোড়ানো অস্ত্রসদৃশ কিছু একটা দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের জানায়। পরে স্থানীয় লোকজন পলিথিন খুলে একটি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ৮ রাউন্ড গুলি ও একটি অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। সৈয়দপুর-ঢাকা রুটে বিমান চলাচল উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে দেশের প্রিমিয়াম বিমান নভোএয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান কেক কেটে যাত্রী পরিবহনের জন্য বিমান চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী ফ্লাইটে ৬৬ যাত্রী নিয়ে নভোএয়ারের প্রথম ফ্লাইট ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ছেড়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠানে হেড অব মার্কেটিং এ্যান্ড সেলস সোহেল মজিদ, মার্কেটিং এ্যান্ড সেলস ম্যানেজার একেএম মাহফুজুল আলম, সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার শাহীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×