ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন প্রকাশ্যে ভোট দেয়ার ঘোষণা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:২৬, ১৮ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন  প্রকাশ্যে ভোট দেয়ার ঘোষণা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনে প্রকাশ্যে ভোট দেয়ার ঘোষণা ও পুলিশী হয়রানির প্রতিবাদে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি বৃহস্পতিবার দুপুরে তার বাসবভনে সংবাদ সম্মেলন করেন। তিনি আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের সার্বিক বিষয় তোলে ধরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সরকারদলীয় মেয়রপ্রার্থী ও কাউন্সিলররা কেন্দ্রে কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেয়ার ঘোষণা দিয়েছে। এজন্য তিনি নির্বাচন কমিশনারকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানান। তিনি অভিযোগ করে বলেন, পৌর শহরে আওয়ামী লীগের শতাধিক নির্বাচনী প্রচারণা কেন্দ্র থাকলেও বিএনপির কোন নির্বাচনী প্রচারণা কেন্দ্র করতে দেয়া হচ্ছে না। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×