ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড় পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা বেহাল

প্রকাশিত: ০৪:২৬, ১৮ মার্চ ২০১৬

পঞ্চগড় পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা বেহাল

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে মশা, মাছির আখড়ায় পরিণত হয়েছে। এসব ড্রেনের অনেক স্থানে ভারি যানবাহনের কারণে ভেঙ্গে যাওয়ায় শুষ্ক মৌসুমে মশা-মাছি আর বর্ষায় ড্রেনের ময়লা পানি উপচে পাশের সড়ক ও বাড়িতে প্রবেশ করে পরিবেশ দূষণ করছে। ময়লা-আবর্জনার বিকট দুর্গন্ধেও এলাকাবাসীর টেকা দায়। এসব বিষয় নিয়ে বার বার পৌর কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোন কাজের কাজ কিচ্ছুই হচ্ছে নাÑ দাবি ভুক্তভোগী পৌরবাসীর। শুধু ড্রেনেজ ব্যবস্থারই বেহাল অবস্থা নয়, নিম্নমানের কাজ করায় পৌর এলাকার অনেক রাস্তাঘাটের পিচ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জানা গেছে, পৌরসভার রাজনগর মহল্লার বকুলতলা মসজিদের সামনে থেকে সড়কের ধার বরাবর একটি ড্রেন পার্শ্ববর্তী শাহী জামে মসজিদের পাশের খালে গিয়ে পড়েছে। শহরের একবারে প্রাণকেন্দ্রে এই ড্রেনটির অবস্থান হলেও পৌর কর্তৃপক্ষের এদিকে কোন নজর নেই। এই সড়কের ধার দিয়ে রয়েছে ব্যবসা কেন্দ্র ও বসতবাড়ি। আছে শিক্ষা প্রতিষ্ঠানও। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। রাজনগর ছাড়াও পার্শ্ববর্তী তুলার ডাঙ্গা মহল্লার মানুষের চলাচলের জন্য এটিই প্রধান সড়ক। ড্রেনের ময়লা-আবর্জনার বিকট দুর্গন্ধে নাকে-মুখে রুমাল দিয়ে মানুষদের সড়কটি দিয়ে চলাচল করতে হয়। আবার বর্ষায় ড্রেনের পানি উপচে সড়ক ও পাশের বাড়িতে গিয়ে ঢোকে। এতে চরম ভোগান্তিতে পড়ে মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে ড্রেনটি পরিষ্কার করা হয়নি। কোন পরিচ্ছন্নতা কর্মীকেও দেখা যায়নি। এ ব্যাপারে পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম বলেন, এই ড্রেনটিসহ আরও কয়েকটি ড্রেন পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য দরপত্র আহ্বানের পর কার্যাদেশ দেয়া হয়েছে। ড্রেনগুলোর সংস্কার কাজ করা হলে সব সমস্যার সমাধান হবে।
×