ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্র আমাকে হত্যার চেষ্টা করছে ॥ ব্রেইভিক

প্রকাশিত: ০৪:২১, ১৮ মার্চ ২০১৬

রাষ্ট্র আমাকে হত্যার চেষ্টা করছে ॥ ব্রেইভিক

নির্জন কারাবাসের মধ্য দিয়ে রাষ্ট্র তাকে হত্যা করার চেষ্টা করছে বলে দাবি করেছেন নরওয়ের নির্বিচার হত্যাকা- ঘটানো খুনী এ্যান্ডার্স বেরিং ব্রেইভিক। ডানপন্থী এই উগ্রবাদী সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন। তবে রাষ্ট্রপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে । খবর বিবিসির আদালতে ব্রেইভিক বলেন, গেল পাঁচ বছর ধরে তার সঙ্গে পশুর মতো ব্যবহার করা হচ্ছে। এরচেয়ে তাকে গুলি করাও অনেক বেশি মানবিক হতো। ৩৭ বছর বয়সী ব্রেইভিক স্কিয়েন কারাগারে স্থাপিত আদালতে বুধবার বলেন, তিনি ন্যাশনাল সোস্যালিজমের (নাৎসীবাদ) পক্ষে আমৃত্যু লড়ে যাবেন। মঙ্গলবার প্রথম আদালতে হাজির হয়ে ব্রেইভিক নাৎসী স্টাইলে স্যালুট দিয়েছিলেন। কিন্তু আদালতের বিচার তাকে এই কাজ থেকে বিরত থাকার আহ্বান জানালে বুধবার তিনি আর সেই ঘটনার পুনরাবৃত্তি করেননি। ২০১১ সালের জুলাই মাসে এ্যান্ডার্স বেরিং ব্রেইভিক অসলোর সরকারী স্থাপনায় বোমা বিস্ফোরণ ঘটান এবং উটোয়া দ্বীপে নরওয়েজিয়ান লেবার পার্টির গ্রীষ্মকালীন তরুণ ক্যাম্পে বন্দুক হামলা চালান যেখানে নিহতদের মধ্যে অনেকেই ছিল কিশোর। ব্রেইভিকের গুলিতে প্রাণ হারান ৭৭ জন নিরপরাধ মানুষ। তিনি বর্তমানে ২১ বছরের কারাবাস ভোগ করছেন। ৩৭ বছর বয়সী ব্রেইভিক নরওয়ে সরকারের বিরুদ্ধে মানবাধিকারের ইউরোপীয় কনভেনশনের দুটি ধারা লঙ্ঘন করার অভিযোগ এনেছেন। এই ধারা দুটির একটিতে ব্যক্তিগত ও পারিবারিক জীবন এর অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর এবং লিখিত যোগাযোগ এবং অমানবিক ও লাঞ্ছনাকর ব্যবহার অথবা শাস্তি বিষয়গুলো নিষেধ করা হয়েছে। ব্রেইভিকের আইনজীবী জানিয়েছেন, বিচ্ছিন্নতার কারণে খুব বিমর্ষ হয়ে আছেন ব্রেইভিক। ব্রেইভিককে অসলো থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্কিয়েন কারাগারে রাখা হয়েছে।
×