ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউরোপের দুই স্টক এক্সচেঞ্জ মার্জারে আরও এক ধাপ এগিয়ে গেল

প্রকাশিত: ০৪:১৪, ১৮ মার্চ ২০১৬

ইউরোপের দুই স্টক এক্সচেঞ্জ মার্জারে  আরও এক ধাপ এগিয়ে গেল

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্জারের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইউরোপের দুই বড় স্টক এক্সচেঞ্জ। এ ব্যাপারে লন্ডন স্টক এক্সচেঞ্জ ও জার্মানির ডাচেস বোয়ের্স একমত হয়েছে। বিবিসির এক খবরে বলা হচ্ছে, এ দুই কোম্পানি একীভূত হলে তা বিশ্বের সবচেয়ে বড় এক্সচেঞ্জ কোম্পানিতে পরিণত হবে। দুই কোম্পানির চুক্তির আওতায় সমন্বিত কোম্পানিতে লন্ডন স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডাররা পাবেন ৪৫.৬ শতাংশ শেয়ার। আর ডাচেস বোয়ের্সের শেয়ারহোল্ডাররা পাবেন ৫৪.৪ শতাংশ মালিকানা। এ ব্যাপারে লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী জেভিয়ার রোলেট জানান, দুই কোম্পানিই পুঁজিবাজারে নতুন করে এগিয়ে যাবে। কোম্পানি দুটির পক্ষ থেকে বলা হয়েছে, একীভূত হওয়ার মাধ্যমে তারা বছরে ৪৫ কোটি ব্রিটিশ পাউন্ড অতিরিক্ত খরচ বাঁচাতে পারবে। যা গত বছরে কোম্পানি দুটির সমন্বিত ব্যয়ের ২০ শতাংশ। গত বছর লন্ডন স্টক ও ডাচেসের মোট ব্যয় হয় ২২০ কোটি পাউন্ড। এদিকে ইতালির প্রধান পুঁজিবাজার মিলানভিত্তিক বোর্সা ইতালিয়ানা রয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জের অধীনে। জার্মানির ডাচেস বোয়ের্সের সঙ্গে লন্ডন স্টকের একীভূত হওয়ার ফলে সমন্বিত কোম্পানির আওতায় যাচ্ছে বোর্স ইতালিয়ানা। লন্ডন স্টক ও ডাচেস বোয়ের্স জানিয়েছে, ইউরোপের কোম্পানিগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে লন্ডন, ফ্রাঙ্কফুট ও মিলানের বাজার একটি প্লাটফর্ম তৈরি করে দেবে। একইসঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কিন ও এশিয়ার কোম্পানিগুলোর জন্য নতুন বিনিয়োগকারী অন্তর্ভুক্ত করতে সহায়তা করবে। তবে একীভূত হওয়ার পর দুই কোম্পানির প্রধান কার্যালয় বদল হবে না; স্ব স্ব জায়গায় বহাল থাকবে। এর আগে চলতি মাসের শুরুতে ইন্টারকন্টিনেন্টার এক্সচেঞ্জের মালিকানায় থাকা নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ জানায়, তারা লন্ডন স্টক এক্সচেঞ্জ কিনে নেয়ার পরিকল্পনা করছে।
×