ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের কালো মাটি বিকল্প জ্বালানি

প্রকাশিত: ০৪:১০, ১৮ মার্চ ২০১৬

সুনামগঞ্জের কালো মাটি বিকল্প জ্বালানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সুনামগঞ্জের হাওড় এলাকায় নদী থেকে পরিবেশবান্ধব কালোমাটি উত্তোলন করে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করছে স্থানীয়রা। এই মাটিতে পচা পাতা-গুল্ম, কয়লাখ-, গাছের ডাল ও কাঠের টুকরা মিশে থাকায় এর জ্বালানি মূল্য স্বাভাবিকের চেয়ে বেশি বলে জানায় ব্যবহারকারীরা। এতে এ এলাকার জ্বালানির মূল রসদ বৃক্ষ নিধন রোধ হওয়ায় উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সুনামগঞ্জের পশ্চিমাঞ্চলে সুরমা, যাদুকাটা, গজারিয়াসহ ২০-২৫টি নদী ও খরচার হাওড়, টাঙ্গুয়ার হাওড়সহ বিভিন্ন হাওড় সংলগ্ন নিচু এলাকায় কালো মাটি পাওয়া যায়। প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত হাওড়বাসী এই মাটি সংগ্রহ করে। পরে রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করে জ্বালানি উপযোগী করে তুলতে সময় লাগে আরও ১০ থেকে ১৫ দিন। এ কালোমাটি সহজলভ্য ও অন্যান্য জ্বালানির চেয়ে বেশি জ্বলায় হাওড়াঞ্চলে তৈরি হয়েছে নতুন এক লাকড়ি বাজার। পাশাপাশি সৃষ্টি হয়েছে কয়েক হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ। কালো মাটি সংগ্রহ করে এখানকার মানুষ একদিকে যেমন সারা বছরের জ্বালানির চাহিদা মেটাচ্ছেন তেমনি উদ্বৃত্ত মাটি বাজারে বিক্রি করে হচ্ছেন স্বাবলম্বী। বাণিজ্যিকভাবে এ কালো মাটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা গেলে এ খাত থেকে সরকার রাজস্ব পাবে বলে মনে করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান।
×