ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গেইল ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের জয় ৬ উইকেটে, ৪৮ বলে ১১ ছক্কা ও ৫ বাউন্ডারিতে গেইলের সেঞ্চুরি

প্রকাশিত: ০৮:৪৮, ১৭ মার্চ ২০১৬

গেইল ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের জয় ৬ উইকেটে, ৪৮ বলে ১১ ছক্কা ও ৫ বাউন্ডারিতে গেইলের সেঞ্চুরি

শাকিল আহমেদ মিরাজ ॥ ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে টি২০ বিশ্বকাপে দারুণ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ ইংল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। মুম্বাইয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংলিশরা। গেইল-তা-বে শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ থাকেনি। ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় উইন্ডিজ। মাত্র ৪৮ বলে ১০০ রানের ‘হ্যারিকেন’ ইনিংস উপহার দিয়ে ম্যাচের ‘নায়ক’ গেইল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে গেইল ছিলেন নিজেরই মতো। ইংল্যান্ড বোলারদের তুলোধুনো করে ৪৭ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টি২০ সেঞ্চুরি পূর্ণ করেন জ্যামাইকান ব্যাটিং-দানব। ৫ চারের বিপরীতে ছক্কা হাঁকান ১১টি! অর্থাৎ ট্রিপল ফিগারে পৌঁছাতে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি থেকেই তুলে নেন ৮৬ রান! ওয়াংখেড়ে রানের ফুলঝুড়ি ছোটান ৩৬ বছরের বাঁহাতি উইলোবাজ। যথারীতি গেইলের রাতে আর সব কিছু যেন ম্লান। ক্যারিবীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান মারলন স্যামুয়েলসের। আন্দ্রে রাসেল অপরাজিত থাকেন ১৬ রান নিয়ে। ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন ডেভিড উইলি, রেস টপলি, আদিল রশিদ ও মঈন আলি। এর আগে কোন হাফ সেঞ্চুরি না থাকার পরও মূলত সমন্বিত প্রচেষ্টায় বড় স্কোর পায় ইংলিশরা। দলীয় ৩৭ রানে জেসন রয়কে (১৫) হারানোর ধাক্কা সামলে ইংল্যান্ডকে রেসে রাখেন টপ-অর্ডার ব্যাটসম্যানরা। ২৬ বলে ৪ চারের সাহায্যে ২৮ রান করেন অপর ওপেনার এ্যালেক্স হেলস। এরপর দলের সেরা ব্যাটসম্যান জো রুট খেলেন সেরা ইনিংস। দুই রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। ৩৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৮ রানের কার্যকর ইনিংস খেলে সাজঘরে ফেরেন ‘সেনসেশনাল’ ইংলিশম্যান। দ্বিতীয় উইকেটে ৬.৪ ওভারে ৫৫ রানের জুটি গড়েন হেলস-রুট। জস বাটলারের ইনিংসটা সবচেয়ে আক্রমণাত্মক। ২০ বলে ৩০ রানের ইনিংসটিকে ৩টি বিশাল ছক্কা দিয়ে সাজান ইংল্যান্ড উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ১৫তম ওভারে ১১৪ রান করা ইংলিশরা শেষ ৪.৪ ওভার থেকে তুলে নেয় ৬৮ রান। যেখানে ছোট দুটি তা-ব চালান মরগান ও বেন স্টোকস। ৭ বলে ২ চার ও ১ ছক্কায় স্টোকস ১৫ রান করে আউট হলেও ১৪ বলে ১ চার ও ২ ছক্কার সাহায্যে ২৭ রান নিয়ে অপরাজিত থাকেন অধিনায়ক মরগান। ক্যারিবীয়দের হয়ে সফল পেসার আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভো নেন দুটি করে উইকেট। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার সুলাইমান বেনের শিকার এক।
×