ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘোড়াশালের চতুর্থ ইউনিট সংস্কারসহ ৯ ক্রয় প্রস্তাব অুনমোদন

প্রকাশিত: ০৮:২১, ১৭ মার্চ ২০১৬

ঘোড়াশালের চতুর্থ ইউনিট সংস্কারসহ ৯ ক্রয় প্রস্তাব অুনমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াশাল বিদ্যুতকেন্দ্রের চতুর্থ ইউনিট সংস্কারসহ মোট ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদ্যুতকেন্দ্রটি সংস্কার করতে ব্যয় হবে ১ হাজার ৫৪৪ কোটি ৫৮ লাখ টাকা। বুধবার সচিবালয়ে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এ কথা জানান। তিনি আরও বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ঢাকা ওয়াসার পরিবেশসম্মত পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের জন্য পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। মোটি ম্যাগডোনাল্ড লিমিটেডসহ যৌথ উদ্যোগের পরামর্শক সেবাক্রয় করতে ব্যয় হবে ১৫৫ কোটি ৩ লাখ টাকা। তিনি বলেন, শাহজালাল ফার্টিলাইজার কারখানাটি ফাইনাল এ্যাকসেপট্যান্স সার্টিফিকেট (এফএসি) দেয়ার পর থেকে পরবর্তী এক বছরের জন্য কারখানা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে সহযোগিতার জন্য প্রকল্পের সাধারণ ঠিকাদার মেসার্স কমপ্যান্টের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুমোদন দিয়েছে কমিটি। এই এক বছর কোম্পানিটির ৬০ জন জনবল কাজ করবে। এ সময় তারা বাংলাদেশের কর্মীদেরও প্রশিক্ষণ দেবে।
×