ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার নেপথ্যে গডফাদার রয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০৮:১৮, ১৭ মার্চ ২০১৬

রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার নেপথ্যে গডফাদার রয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার নেপথ্যে গডফাদার রয়েছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন- গডফাদারদের আড়াল না রেখে সামনে আনাতে হবে। তিনি বলেন, ঘটনার ৪০ দিন পর অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় মামলা হয়েছে। এই রহস্যজনক মামলা করা হয়েছে ঘটনার মূল হোতাদের আড়াল করার জন্য। তবে গডফাদারদের নাম জাতি একদিন জানতে পারবে। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা ভেল্কিবাজির মতো বাতাসে মিলিয়ে যাওয়ার ঘটনায় দেশ-বিদেশে যখন আলোড়ন সৃষ্টি হয়েছে, ঠিক সেই মুহূর্তে তিতাস গ্যাসের ৩ হাজার ১০০ কোটি টাকা লোপাটের মতো চাঞ্চল্যকর ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। আসলে সারাদেশ এখন লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। গবর্নরের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে কেন? -এমাজউদ্দিন ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় গবর্নর ড. আতিউর রহমানের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে কেন এমন প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ধানের শীষ সমর্থক ফোরাম নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রশ্ন তুলেন। এমাজউদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের গবর্নরকে যে ব্যক্তি নিয়োগ দিয়েছেন সে কর্তার কাছেই পদত্যাগপত্র জামা দেয়ার নিয়ম। কিন্তু গবর্নর পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে। এর ফলে পদত্যাগপত্র জমা দেয়ার সময় গবর্নরের চোখে অশ্রু ছিল, এ কথা আমি শুনেছি। তিনি বলেন, গবর্নরের পদত্যাগ করা উচিত হয়নি। বরং তার উচিত ছিল প্রকৃত দোষীদের শনাক্ত করা এবং টাকা উদ্ধার করা। তিনি অর্থ লোপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ॥ জাতীয় কাউন্সিলের প্রস্তুতি চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
×