ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরানো হয়েছে কাওড়াকান্দি ফেরিঘাট

প্রকাশিত: ০৮:০৯, ১৭ মার্চ ২০১৬

সরানো হয়েছে কাওড়াকান্দি ফেরিঘাট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ কাওড়াকান্দি ফেরিঘাট সরিয়ে নেয়া হচ্ছে। এ বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বিআইডব্লিউটিএ ঘাট সরিয়ে নিতে সম্মতি প্রকাশ করেছে। তাই কাওড়াকান্দি ফেরিঘাট ডিসেম্বরেই বিলুপ্ত হবে। ঘাটটি সরে আসবে কাঁঠালবাড়ি ঘাটে। বর্তমানে এই কাঁঠালবাড়ি ঘাটে শরীয়তপুরের যান পারাপার করা হয়। বিআইডব্লিউটিএর এজিএম শাহ মোঃ খালেদ নেওয়াজ জানান, এতে ফেরির দূরত্ব প্রায় ৫ কিলোমিটার হ্রাস পাবে এবং প্রায় আধা ঘণ্টা সময় বাজবে। এছাড়া এই ঘাট সরিয়ে নিলে পদ্মা সেতুর নদী শাসনের কাজে সুবিধা হবে। এই চ্যানেলে ফেরি পারাপারের কারণে নদী শাসনের কাজেও কিছুটা বিঘিœ হচ্ছে। এদিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে খুলনা সড়কে যোগাযোগের সুবিধার্থে নবনির্মিত পদ্মা সেতুর ৮ কিলোমিটার এ্যাপ্রোচ রোড খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর ঢাকার যোগাযোগ সহজ হবে।
×