ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানিকগঞ্জে ব্র্যাক কার্যালয়ে ভুটানের রানীমাতা

প্রকাশিত: ০৮:০৫, ১৭ মার্চ ২০১৬

মানিকগঞ্জে ব্র্যাক কার্যালয়ে ভুটানের রানীমাতা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৬ মার্চ ॥ পাঁচ দিনের সফরে আসা ভুটানের রানীমাতা শেরিং পেম ওয়াংচুক বুধবার মানিকগঞ্জে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম পরির্দশন করেছেন। সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে পৌঁছার পর তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ব্র্যাক কর্মকর্তারা। এসময় রানীমাতাকে ব্র্যাকের কার্যক্রমের ওপর ২০ মিনিটের একটি ভিডিও চিত্র দেখানো হয়। পরে তিনি ব্র্যাকের কাঠের তৈষজপত্র তৈরি, ব্লক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, এমব্রয়ডারি, সুই-সুতাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় রাজকন্যা ও ভুটান ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের ভাইস প্রেসিডেন্ট চিমি ইয়াংজোম ওয়াংচুক, ভুটানের রাষ্ট্রদূত পেমা ছোদেন, ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের নির্বাহী পরিচালক দর্জি ওম, ব্র্যাকের ভাইস চেয়ারম্যান ড. মুস্তাক চৌধুরী, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডাঃ ইমরান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
×