ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পল্লবীতে যুবক গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৭:৫০, ১৭ মার্চ ২০১৬

পল্লবীতে যুবক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীর কালাপানি এলাকায় দুর্বৃত্তের গুলিতে নওশাদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত নওশাদ জানান, তিনি কালাপানি এলাকায় বসবাস করেন এবং কাপড়ে আঁকা-আঁকির কাজ করেন। রাত নয়টার দিকে বাইরে যাচ্ছিলেন। এ সময় দুই যুবক তাকে পুলিশ পরিচয়ে ডাক দেয়। পরে তল্লাশি করে পকেট থেকে টাকাপয়সা হাতিয়ে নিয়ে দুই পায়ের হাঁটুর নিচে গুলি করে তারা। খবর পেয়ে তার নিকটাত্মীয় পাচু মিয়া তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে তাকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তিনি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বনানীতে ট্রেনে কাটা পড়ে ঢাবি নিরাপত্তাকর্মী হত ॥ রাজধানীর বনানী রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে আমির হোসেন (৩৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর তিনটার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, ঘটনার সময় বনানী রেললাইন ধরে হাঁটতে গিয়ে রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনের চাকায় কাটা পড়ে আমির হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আমিরের বাড়ি চাঁদপুরের মতলব থানার ঠ্যাঙারচর গ্রামে। মৃত আব্দুল কাদিরের ছেলে আমির ১৩ মাস আগে বিয়ে করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি কোয়ার্টারে থাকতেন। নিরাপত্তাকর্মীর চাকরির পাশাপাশি তিনি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে বিএ পড়তেন।
×