ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০ মার্চ দশ পৌরসভায় সাধারণ ছুটি

প্রকাশিত: ০৭:৪০, ১৭ মার্চ ২০১৬

২০ মার্চ দশ পৌরসভায় সাধারণ ছুটি

বাসস জানায়, সরকার ১০ পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ২০ মার্চ ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনী এলাকার সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ এবং সরকারী-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স¦ স¦ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে। পৌরসভাগুলো রংপুর জেলার হারাগাছা, ঝিনাইদহের কালীগঞ্জ, ঝালকাঠী, ফরিদপুরের ভাংগা, কুমিল্লার নাঙ্গলকোট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর কবিরহাট, ফেনীর সোনাগাজী এবং কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা। তবে কোন পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীগণ সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে। ইউপি ভোটের দিন এলাকায় সাধারণ ছুটি ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সরকার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে এলাকায় যে কোন পাবলিক পরীক্ষা এর আওতামুক্ত থাকবে।
×