ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়ং গ্লোবাল লিডার মনোনীত

প্রকাশিত: ০৭:৩৯, ১৭ মার্চ ২০১৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়ং গ্লোবাল লিডার মনোনীত

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে ‘ইয়ং গ্লোবাল লিডার ২০১৬’ মনোনীত করেছে। নেতৃত্বগুণে পেশাদারি কর্মসম্পাদন, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। বুধবার ইয়ং গ্লোবাল লিডারের (ওয়াইজিএল) নির্বাহী সভাপতি এবং প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াব সুইজারল্যান্ডের দাভোসে এক সংবাদ সম্মেলনে পলকসহ ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব বিশ্ব নেতার নাম ঘোষণা করেন। খবর বাসসর। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি প্রতিবছরই সারা পৃথিবী থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে ঔজ্জ্বল্য ছড়ানো ৪০ বছরের কম বয়সবিশিষ্ট ব্যক্তিবর্গকে এই সম্মাননা প্রদান করে। এই মনোনয়নের ফলে জুনাইদ আহ্মেদ পলক আগামী পাঁচ বছর ফোরামের সকল কনফারেন্স ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন এবং ওই ফোরাম মনোনীত ব্যক্তির অনন্য উদ্যোগে সহযোগিতা করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মানুষদের সবচেয়ে বেশি ভালবাসতেন, বাংলাদেশের সেই সকল মানুষকে আমি এই মনোনয়ন উৎসর্গ করছি।
×