ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়াংখেড়ে গেইলতাণ্ডব জয়ে শুরু ক্যারিবীয়দের

প্রকাশিত: ০৭:৩৪, ১৭ মার্চ ২০১৬

ওয়াংখেড়ে গেইলতাণ্ডব জয়ে শুরু ক্যারিবীয়দের

শাকিল আহমেদ মিরাজ ॥ গেইল মানে ঝড়, গেইল মানে চার-ছক্কার ফুলঝুড়ি, গেইল মানে ব্যাটিংতা-ব, সেটি আরও একবার দেখল মুম্বাই, দেখল ক্রিকেট বিশ্ব। ক্যারিবিয়ান উইলোবাজের ম্যারাথন সেঞ্চুরির কাছে স্রেফ উড়ে গেল ইংল্যান্ড। ৬ উইকেটের দারুণ জয়ে টি২০ বিশ্বকাপ শুরু করল ড্যারেন সামির ওয়েস্ট ইন্ডিজ। ১৮৩ রানের লক্ষ্যটাকে ডালভাত বানালেন ক্রিস্টোফার হেনরি গেইল। ম্যাচের ‘নায়ক’ মাত্র ৪৮ বলে খেললেন অপরাজিত ১০০ রানের ম্যারাথান ইনিংস। বুধবার ওয়াংখেড়ে ইংলিশ বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে ওঠেন ক্রিস গেইল। ৪৭ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টি২০ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৫ চারের বিপরীতে ছক্কা ১১টি। অর্থাৎ ট্রিপল ফিগারে পৌঁছতে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি থেকেই তুলে নেন ৮৬ রান! ৪৭ বলে ১০০- আন্তর্জাতিক টি২০তে দ্রুততম সেঞ্চুরির তালিকায় যৌথভাবে এটি তৃতীয় স্থানে। গেইলের আগে ঠিক ৪৭ বলে টি২০ সেঞ্চুরি পেয়েছিলেন নিউজিল্যান্ডের এ্যারন ফিঞ্চ (২০১৩)। ৪৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডটা অবশ্য রিচার্ড লেভির দখলে। ২০১২ সালে হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওই রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। ৪৬ বলে ট্রিপল ফিগার ছুঁয়ে দ্বিতীয় স্থানে আরেক প্রোটিয়া ফ্যাফ ডুপ্লেসিস। টি২০ ক্রিকেটের বড় তারকা হিসেবে প্রথমেই যার কথা মনে পড়বে তিনি গেইল। বিতর্কিত সব ঘটনার জন্য ইদানীং যিনি মাঠের চেয়ে বাইরেই বেশি আলোচিত। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লীগে স্থানীয় প্রমীলা রিপোর্টারের সঙ্গে অশোভন বাক্য বিনিময়ে ৭ হাজার ডলার জরিমানা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার জন্ম দিয়েছেন। এত কিছুর মাঝে অবশ্য ব্যাট হাতে ঠিকই নিজের স্টাইলটা দেখিয়ে গেছেন ৩৬ বছরের ‘ক্রেজি’ জ্যামাইকান। জানুয়ারিতে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাত্র ১২ বলে ৫০ রান করে গড়েন দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। ক্লাব টি২০ ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৫ রানের রেকর্ডটাও তারই দখলে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর মার্চে (ওয়ানডে)। টি২০ তারও আগে, জানুয়ারি ২০১৫-এ। দীর্ঘদিন পর ফিরেই নিজের জাত চেনালেন ধুন্ধুমার উইলোবাজ, সেটিও আবার টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে! ওয়াও গেইল ওয়াও।
×