ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশিত: ০৬:৫৩, ১৭ মার্চ ২০১৬

বাংলা দ্বিতীয় পত্র

১. সর্বদাই নাম পুরুষের ক্রিয়ার গঠন হয় কোন বাচ্যে? ক) কর্মবাচ্যে খ) কর্তৃবাচ্যে গ) ভাববাচ্যে ঘ) কর্মকর্তৃবাচ্যে ২. কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? ক) ঘোষ ধ্বনি খ) অঘোষ ধ্বনি গ) অল্পপ্রাণ ধ্বনি ঘ) মহাপ্রাণ ধ্বনি ৩. কোনটি বিশেষণ পদ? ক) রক্ত খ) রক্তাক্ত গ) আসক্তি ঘ) প্রীতি ৪. ‘কোথায় যাচ্ছে’- এটা কী ধরনের বাক্য? ক) বিস্ময়সূচক খ) প্রশ্নমূলক গ) বিবৃতিমূলক ঘ) অনুরোধমূলক ৫. কোনটি আরবি শব্দ? ক) গোসল খ) রোযা গ) বেহেশত ঘ) নামায ৬. ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’- এখানে ‘হে দারিদ্র্য’ কোন ধরনের অনন্বয়ী অব্যয়? ক) উচ্ছ্বাস প্রকাশক অব্যয় খ) সমর্থনসূচক অব্যয় গ) সম্বোধনবাচক অব্যয় ঘ) বাক্যালংকার অব্যয় ৭. ‘সোনার তরী’, ‘বিষের বাঁশি’, ‘নকশী কাঁথার মাঠ’- এগুলো কোন শ্রেণির বিশেষ্য? ক) গুণবাচক খ) সংজ্ঞাবাচক গ) বস্তুবাচক ঘ) ভাববাচক ৮. ভাষার কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়? ক) সাধুরীতি খ) চলিত রীতি গ) আঞ্চলিক রীতি ঘ) প্রমিত রীতি ৯. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে? ক) সাধিত ধাতু খ) সংযোগমূলক ধাতু গ) নাম ধাতু ঘ) প্রযোজক ধাতু/ণিজন্ত ধাতু ১০. বিশেষণ গঠনে ‘ষ্ণিক’ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? ক) সাহিত্যিক খ) সামুদ্রিক গ) সামাজিক ঘ) হৈমন্তিক ১১. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? ক) সৎমা খ) অভাগি গ) হুজুরাইন ঘ) চৌধুরানি ১২. ‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়’ - ‘সূর্যোদয়ে’ পদটি কোন কারকে কোন বিভক্তি? ক) অধিকরণে সপ্তমী খ) ভাবাধিকরণে সপ্তমী গ) কর্মে দ্বিতীয়া ঘ) অধিকরণে পঞ্চমী ১৩. ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারাটির সঠিক অর্থ কী? ক) নির্বোধ খ) মূর্খ গ) তুমুল কা- ঘ) অন্ধ অনুকরণ ১৪. ‘রামছাগল’-এর ‘রাম’ উপসর্গটি কোন প্রকার? ক) ক্ষুদ্র খ) নিকৃষ্ট গ) উৎকৃষ্ট ঘ) সম্যক ১৫. নির্দিষ্টতা বুঝাতে সংখ্যাবাচক শব্দের সাথে কী যুক্ত হয়? ক) এক খ) গোটা গ) টাক ঘ) টি ১৬. তামিল ভাষার শব্দ কোনটি? ক) পেট খ) কুলা গ) চুলা ঘ) কুড়ি ১৭. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ? ক) মধ্যম পুরুষের সাধারণ রূপ খ) মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ গ) নাম পুরুষের সাধারণ রূপ ঘ) নাম পুরষের সম্ভ্রমাত্মক রূপ ১৮. কোনটি অসম্পূর্ণ ধাতু? ক) রাখ্ খ) উঠ্ গ) বট্ ঘ) কর্ ১৯. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? ক) ষ্ + ণ খ) ষ + ন গ) য্ + ঙ ঘ) য্ + ঞ ২০. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? ক) হাইফেন খ) কমা গ) দাঁড়ি ঘ) লোপ চিহ্ন ২১. ‘শুভক্ষণে জন্ম যার’- তাকে এককথায় কী বলে? ক) শুভজ খ) শুভজন্মা গ) ক্ষণজন্মা ঘ) শুভঙ্কর ২২. শব্দে ব্যবহৃত ‘ইকা’ প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়? ক) সেবিকা খ) গীতিকা গ) বালিকা ঘ) গায়িকা ২৩. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার - ক) জামাটি লাল খ) গানটি শুনেছি গ) বিকালটা সুন্দর ঘ) পড়াটা ভালো লাগে না ২৪. ‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে তার সঙ্গে কী যোগ করতে হয়? ক) ‘অ’ ধ্বনি খ) স্বরধ্বনি গ) হস্ চিহ্ন ঘ) ব্যঞ্জনধ্বনি ২৫. কোঁচকা, কোঁকড়া, কোদলা ধাতুগুলো কোন আদিগণভুক্ত? ক) ছোবলা খ) ঘরা গ) লাফা ঘ) কর ২৬. ‘ছুঁয়ো না ছুঁয়ো না ওটি লজ্জাবতী লতা’- এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক? ক) ছুয়ো না খ) ওটি গ) লজ্জাবতী ঘ) লতা ২৭. “তার বয়স হলেও বুদ্ধি হয় নি।”- এটি কোন বাক্য? ক) সরল বাক্য খ) জটিল বাক্য গ) যৌগিক বাক্য ঘ) মিশ্র বাক্য ২৮. কোন কোন কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে ‘স’ না হয়ে ‘ষ’ হয়? ক) ই, উ খ) ই, ঈ গ) এ, ও ঘ) আ, ই সঠিক উত্তর: ১. (গ) ২. (ক) ৩. (খ) ৪. (খ) ৫. (ক) ৬. (গ) ৭. (খ) ৮. (গ) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (ক) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (গ) ১৫. (ঘ) ১৬. (ক) ১৭. (ঘ) ১৮. (গ) ১৯. (ক) ২০. (খ) ২১. (গ) ২২. (খ) ২৩. (গ) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (ক)
×