ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৫, ১৭ মার্চ ২০১৬

টুকরো খবর

সেপটিক ট্যাঙ্কের ভেতর লাশ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ১৬ মার্চ ॥ বড়তলী বানিয়াহারী ইউনিয়নের মামুদপুর গ্রামের হারিছ মিয়ার বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে বুধবার দুপুরে রুকন নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের বাবুল মিয়ার পুত্র। রুকন মিয়া গত ১২ মার্চ রাতে পার্শ্ববর্তী বকুল মিয়ার বাড়িতে ওরশ দেখতে গিয়ে নিখোঁজ হয়। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। হজ প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ মার্চ ॥ হজ গমনেচ্ছুক ব্যক্তিদের প্রাক-নিবন্ধন বিষয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল মমিন খান, ইসলামী ফাউন্ডেশন গাইবান্ধা উপ-পরিচালক মাজহার উল মান্নান, মাহবুবার রহমান, আহম্মেদ ম-ল প্রমুখ। জামায়াত নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ মার্চ ॥ সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যকুড়া গ্রাম থেকে বুধবার সকালে জামায়াতের আমির মাওলানা মোঃ আবদুর রউফ ওরফে লেবুকে গ্রেফতার করেছে পুলিশ। আবদুর রউফ লেবু ওই গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি সাদুল্যাপুর বালিকা দাখিল মাদ্রাসার সুপার। পুলিশ জানায়, আবদুর রউফের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় কয়েকটি নাশকতা ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ারা জারি করে। ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ মার্চ ॥ বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে রেজাউল করিম নামের ৩২ বছরের সাজাপ্রাপ্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বাউফল থানার ওসি মোঃ মাসুদুজ্জামান জানান, ২০১২ সালের মে মাসে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার ভাতশালা গ্রামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রেজাউলের নেতৃত্বে ডাকাতি হয়। এ সময় ডাকাত দল একজনকে খুনও করে। ইয়াবাসহ দুই বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় র‌্যাব মঙ্গলবার রাতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। এরা হলো- আলিফ উদ্দিন ও কোহিনুর। এরা রাইসকুকারের ভেতর বিশেষভাবে ইয়াবা ভরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তা বগুড়ায় আনছিল। র‌্যাব জানায়, চট্টগ্রাম থেকে এস এ পরিবহন নামে একটি পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এরা ইয়াবাগুলো বগুড়ায় আনে। ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি, ১৬ মার্চ ॥ বুধবার বিকেলে দাউদকান্দি উপজেলার কাউয়াদি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া এমপি। মাসুদ জমাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, ইঞ্জিঃ আব্দুস ছালাম, উপজেলা ইঞ্জিনিয়ার রতন লাল, পিআইও মাহফুজুর রহমান, মইন চৌধুরী, সাইফুল ইসলাম মিয়াজী, পলাশ মিয়াজী। মাগুরায় ব্যবসায়ীদের ধর্মঘট নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ মার্চ ॥ বুধবার মাগুরা পৌরসভার ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন, সমাবেশ, মিছিল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ধর্মঘট পালন করেছে । জেলা বণিক সমিতির আহবানে সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত শহরের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল । সকাল ১০টায় ব্যবসায়ীরা শহরের চৌরঙ্গী ও এম আর রোডে মানববন্ধন করেন । ঘণ্টাব্যাপী মানববন্ধনে সর্বস্তরের ব্যবসায়ী অংশ নেন । সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা বণিক সমিতির আহবায়ক হুমায়ুন কবির রাজা, সাবেক অধ্যক্ষ এম আর খান, বাবুল কুরি প্রমুখ ।
×