ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে আটকে আছে প্রবাসীদের ৪ শ’ টন পণ্য

প্রকাশিত: ০৬:৪৩, ১৭ মার্চ ২০১৬

চট্টগ্রাম বিমানবন্দরে আটকে আছে প্রবাসীদের ৪ শ’ টন পণ্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আইনী জটিলতার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে আছে প্রবাসীদের প্রায় ৪শ’ টন পণ্য, যার ডেমারেজ এসেছে ৫ কোটি টাকারও বেশি। ডেমারেজের এই অর্থ পণ্যমূল্যের দ্বিগুণেরও অধিক। ফলে এসব পণ্য খালাস নিতে পারছেন না প্রবাসীরা। আটকে থাকা পণ্য খালাস নিতে ডেমারেজ মওকুফ করার দাবি জানিয়েছে ইউএই কার্গো ওনার্স এ্যাসোসিয়েশন ও প্রবাসী কল্যাণ পরিষদ। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আনোয়ারুল আশরাফ চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ লাখ বাংলাদেশী শ্রমিক নিয়োজিত, যাদের বেশিরভাগই নি¤œ আয়ের। তারা নিয়মিত দেশে আসতে পারেন না। সে কারণে তারা দেশে থাকা স্বজনদের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য সামগ্রী পাঠিয়ে থাকেন। কিন্তু গত চার মাস ধরে পরিবারগুলো এই সুবিধা থেকে বঞ্চিত। চট্টগ্রাম বিমানবন্দরে গত চার মাস ধরে আটকে প্রায় ৬শ’ টন পণ্য। এর মধ্যে ২০০ টন পণ্য খালাস নিয়েছে প্রবাসীরা। পড়ে আছে আরও ৪০০ টন পণ্য, যার ডেমারেজ এসেছে ঐ পণ্যের মূল্যের দ্বিগুণেরও বেশি। লিখিত বক্তব্যে আনোয়ারুল আশরাফ চৌধুরী বলেন, বিমানবন্দরে পণ্যগুলো আটকা থাকার কারণে মধ্যপ্রাচ্যের সাতটি রাষ্ট্রে কার্গো ব্যবসার সঙ্গে জড়িত প্রবাসীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বেশ ক’জন জেলে আছেন, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি রেমিটেন্স প্রেরকদের এই সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। শিক্ষার্থীদের বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার জেলা পরিষদের অডিটরিয়মে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্ব করেন। কবুতর মেলা সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ১৬ মার্চ ॥ লাকসামে ব্যতিক্রমধর্মী শৌখিন কবুতর মেলা অনুষ্ঠিত হয়েছে। লাকসাম পিজন এ্যাসোসিয়েশনের উদ্যোগে দৌলতগঞ্জ বাজার হাজারী বাড়ি সংলগ্ন মাঠে বুধবার কবুতর মেলা অনুষ্ঠিত হয়। আনিছুর রহমানের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। মেলায় প্রদর্শিত দেশী-বিদেশী কবুতরের মধ্যে আমেরিকান হেলমেট, হলুদ চাইনিজ, এরাবিয়ান আউল, কালো সিরাজ।
×