ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে মুক্তিপণ দিয়েও অপহৃত শিশুর মুক্তি মিলছে না

প্রকাশিত: ০৬:৪১, ১৭ মার্চ ২০১৬

কক্সবাজারে মুক্তিপণ দিয়েও অপহৃত শিশুর মুক্তি মিলছে না

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার উখিয়ায় মুক্তিপণ প্রদানের পরও মুক্তি মিলছে না হতদরিদ্র পরিবারের এক শিশুর। রুমখাঁ বড়বিলের জাকির হোসেনের পুত্র ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র নুরুল আমিনকে (১১) আরও টাকার জন্য মুক্তি দিচ্ছে না দুর্বৃত্তরা। ১০হাজার টাকা মুক্তিপণ নিয়েও ফেরত না দেয়ায় গরিব পিতার ঘরে চুলায় আগুন জ্বলছে না বলে জানা গেছে। কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন গর্ভধারিণী মা। শিশুর পিতা জানান, নিখোঁজ ছেলের হঠাৎ সন্ধান পেয়ে অপহরণকারীদের ৩০হাজার টাকা দাবির মধ্যে ১০হাজার টাকা প্রদান করেছি। দাবিকৃত মুক্তিপণের আরও টাকা দিতে না পেরে ছেলেকে উদ্ধার করতে মঙ্গলবার র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক বরাবরে অভিযোগ দিয়েছি। উখিয়ার রুমখাঁ বড়বিল গ্রামের জাকির হোসনের শিশু পুত্র গত ২৩ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ৩ মার্চ উখিয়া থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন শিশুর পিতা। জাকির হোসেন জানান, গত ১৩ মার্চ ০১৮৫৪৪৬৩১৯৬ নম্বর মোবাইল থেকে শিশুর কান্নাকাটি শুনিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি আমার ছেলেকে ফেরত পেতে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ওই দিন সন্ধ্যায় উক্ত নম্বরে ১০ হাজার টাকা দেয়া হয়। পরদিন (১৪ মার্চ) ছেলেকে ফেরত দিতে আরও ৩০ হাজার টাকা পাঠানোর এবং না দিলে ছেলেকে খুন করার হুমকি দেয়। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প সূত্র জানায়, অপহৃত শিশুকে উদ্ধারকল্পে র‌্যাব সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছে। মৌলভীবাজারে পূর্ব বিরোধের জের ধরে নিহত ১ নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১৬ মার্চ ॥ শ্রীমঙ্গল উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত এবং আহত হয়েছেন ৪ জন। পুলিশ জানায়, বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলার নয়ানশ্রী গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। পরে এলাকাবাসী আহত দের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত জরিফ মিয়াকে মৃত ঘোষণা করেন। সিলেট কাউন্সিলর বরখাস্ত স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর (সাধারণ ওয়ার্ড ১৩, ১৪ ও ১৫) দিবা রানী দে বাবলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত চিঠি সিটি কর্পোরেশনে এসে পৌঁছেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক সরকারী প্রজ্ঞাপনে এই বরখাস্ত আদেশ প্রদান করা হয়েছে।
×