ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন ঘণ্টা পর মৃত্যু

টেম্পোর ধাক্কায় আহত শিশু হাসপাতালে নিতে বাধা

প্রকাশিত: ০৬:৪১, ১৭ মার্চ ২০১৬

টেম্পোর ধাক্কায় আহত শিশু হাসপাতালে নিতে বাধা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সড়ক দুর্ঘটনায় আহত শিশু তাসফিয়া আক্তারকে (৪) চিকিৎসাসেবা নিতে বাধা দেয়ায় ৩ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মঙ্গলবার রাত ৮টার দিকে তার মৃত্যূ হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় চরাঞ্চলের বাহেরপাড়া গুচ্ছগ্রামে এর আগে বিকেল ৫টার দিকে টেম্পোর ধাক্কায় গুরুতর আহত ওই শিশু চিকিৎসাসেবা নিতে গেলে ঘাতক ড্রাইভার মামলায় পড়তে পারে এই ভয়ে টেম্পোর ড্রাইভার লিটনের লোকজন শিশুটিকে হাসপাতালে নিতে দেয়নি। পরে মঙ্গলবার রাত ১১টার দিকে তড়িঘড়ি করে ওই শিশুর দাফন সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টায় বাড়ির পাশের রাস্তায় খেলা করতে গিয়ে টেম্পোর আঘাতে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় উপজেলার বাহেরপাড়া গুচ্ছগ্রামের আব্দুল সালামের ৪ বছরের মেয়ে তাসফিয়া। রাজারবাড়ির চর নতুনবাজার হতে দিঘিরপাড় বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা টোম্পা তাসফিয়াকে সাজোরে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে ওই টোম্পা চালক লিটন তার আত্মীয়স্বজন নিয়ে তাসফিয়াকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দিয়ে এলাকায় অবরুদ্ধ করে রাখে। প্রায় ৩ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তাসফিয়ার বাবা আবদুল সালামের নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় পূর্বধলা উপজেলায়। সে এখানে গুচ্ছগ্রামে একটি ঘর পেয়ে বসবাস করে আসছিল। এখানে তার নিকটাত্মীয়-স্বজন না থাকায় ড্রাইভার লিটন মামলার ভয়ে সালমের পরিবারকে অবরুদ্ধ করে নিহত শিশুটিকে চিকিৎসা নিতে দেয়নি। বাগেরহাটে শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রী জান্নাতী আক্তারের (১১) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। এ সময় রাস্তায় শুয়ে কেঁদেছেন তার সহপাঠীরা। কর্মসূচীতে অংশ নেয় মানিক মিয়া দাখিল মাদ্রাসা, রওশনআরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বারইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার শত শত নারী-পুরুষ। বিশাল বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সভা। পরে হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ফাঁসি দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন এলকাবাসী শিশু শিক্ষার্থীরা। কিবরিয়া হত্যা মামলার শুনানি হয়নি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বুধবার আদালতে দুই আসামি অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, আদালতে তিন সাক্ষী উপস্থিত ছিলেন। কারান্তরীণ ১৪ আসামির মধ্যে ১২ জন উপস্থিত থাকলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিসিকর সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন না।
×