ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী গৃহবধূ ও যুবক খুন

প্রকাশিত: ০৬:৪০, ১৭ মার্চ ২০১৬

ব্যবসায়ী গৃহবধূ ও যুবক খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজবাড়ীতে ব্যবসায়ী, যশোরে গৃহবধূ ও রাজশাহীতে প্রতিবন্ধী যুবককে খুন করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজবাড়ী ॥ পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে মঙ্গলবার গভীর রাতে আমীর শিকদার নামের (৪২) এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একই গ্রামের মৃত বাজু শিকদারের ছেলে। জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে রেখে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ৪০টি কোপের চিহ্ন রয়েছে। যশোর ॥ মণিরামপুরে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। নেশার টাকা না পেয়ে স্বামী তাকে পিটিয়ে হত্যা করেছে বলে তার পিতা পক্ষের লোকজন জানিয়েছেন। নিহতের নাম হাজেরা খাতুন (২৫)। তিনি উপজেলার জামলা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। নিহতের মা রোকেয়া খাতুন জানিয়েছেন, তার জামাই হাফিজুর রহমান একজন মাদকসেবী। নেশার টাকা না পেলেই হাজেরাকে মারপিট করতেন। এরই জের ধরে ওই দিন সন্ধ্যায় হাফিজুর রহমান তাকে বেধড়ক মারপিট করে। এতে হাজেরা অসুস্থ হয়ে পড়ে। রাজশাহী ॥ নগরীর বস্তি এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী যুবককে হত্যার পর লাশ লেকে ফেলে দেয়া হয়। নিহত ওই যুবকের নাম জীবন (২৮)। তার বাড়ি নগরীর ভদ্রা রেললাইন সংলগ্ন জামালপুর বস্তি এলাকায়। বুধবার ভোরে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ লেক থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করেছে। বঙ্গবন্ধুর মাজারে প্রকৌশলী লাঞ্ছিত নিজামীর আত্মীয় অভিযোগ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৬ মার্চ ॥ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে জনতার হাতে লাঞ্ছিত হয়েছেন গণপূর্ত অধিদফতর বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম। জামায়াতে ইসলামীর শীর্ষনেতা মতিউর রহমান নিজামীর আত্মীয় হওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতার হাতে তিনি লাঞ্ছিত হন বলে জানা গেছে। বুধবার দুপুরে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী ও ওই অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাতির পিতার মাজারে যান। এ সময় স্থানীয় লোকজন জানতে পারেন যে ওই অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ভাগ্নে এবং তার বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলায়। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বগুড়ায় গণপূর্ত অধিদফতরের একজন ক্ষমতাধর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন। এ কারণে তিনি জাতির পিতার মাজার-কমপ্লেক্সে প্রবেশমাত্রই স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাকে ঘিরে ফেলে এবং লাঞ্ছিত করে তাকে মাজার থেকে বের করে দেয়।
×