ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়েকে তুলে নিতে বাধা ॥ বাবা খুন

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ মার্চ ২০১৬

মেয়েকে তুলে নিতে বাধা ॥ বাবা খুন

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৬ মার্চ ॥ ফতুল্লার ভুঁইঘরের রঘুনাথপুর এলাকায় প্রেমে বাধা দেয়ায় বাবা মনিন্দ্র চন্দ্র অধিকারীকে (৪৮) ছুরিকাঘাতে হত্যা করেছে কথিত প্রেমিক ও তার সহযোগীরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসীর ৮ জনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকা-ে ব্যবহৃত দুটি ধারাল ছোরা এবং দুটি হাইয়েস মাইক্রোবাস। পুলিশ বলছে, মেয়েকে তুলে নেয়ার সময় বাধা দেয়ায় বাবাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর কথিত প্রেমিক তুহিন পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত তিনটায়। জানা গেছে, গত ৬ মাস আগে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মেয়ে ঝর্ণার সঙ্গে রাজধানীর শ্যামপুর এলাকার সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী মুসলিম পরিবারের সন্তান তুহিনের প্রেমের সম্পর্ক হয়। কিন্তু বিষয়টি জেনে ঝর্ণার বাবা মনীন্দ্র চন্দ্র অধিকারী মেনে না নিয়ে ওই ছেলের সাথে সম্পর্ক না রাখার জন্য মেয়েকে নানাভাবে চাপ দিতে থাকে। এ কারণে দুই মাস ধরে ঝর্ণা তুহিনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে তাকে এড়িয়ে চলে। সম্প্রতি ঝর্ণার বিয়েও ঠিক করেন বাবা মনিন্দ্র চন্দ্র। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাত তিনটায় তুহিন দুটি মাইক্রেবাসে করে ১০/১২ সহযোগী মিলে ওই বাড়িতে যায় কৌশলে মেয়েকে তুলে নিয়ে আসতে। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে বাবা মনিন্দ্র চন্দ্র ঘর থেকে রেব হন। বাবাকে পেয়েই তারা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় পেছনে পেছনে মনিন্দ্রের স্ত্রী প্রজাপতি রানীও ঘর থেকে বের হন। স্বামীকে ছুরিকাঘাত করার সময় হৃদয়কে সেও ঝাপটে ধরে চিৎকার করতে থাকে। পরে আশপাশের লোকজন ছুটে এসে তার ৮ সহযোগীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় মনীন্দ্র অধিকারীতে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবেশ দূষণের দায়ে ৭ কারখানাকে ৯২ লাখ টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৬ মার্চ ॥ পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার দায়ে বুধবার ৭টি কারখানাকে ৯২ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং। ঢাকা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোজাহিদুর রহমান জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পেপার মিল, ওয়াশিং ও ডাইং কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যতীত পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ওই তিন জেলার ১২টি শিল্প প্রতিষ্ঠানকে পরিবেশ দূষণের জন্য নোটিসের মাধ্যমে পরিবেশ অধিদফতরের সদর দফতরের এনফোর্সমেন্ট উইংয়ে তলব করা হয়। বুধবার পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান শুনানি গ্রহণ করেন। শুনানি অন্তে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার মদিনা ওয়াশিং প্লান্টকে ১৮ লাখ ৯২ হাজার টাকা, নারায়ণগঞ্জের মঈনউদ্দিন পেপার মিলকে ৪৭ লাখ ৬৮ হাজার টাকা, রূপসীকে (মামুন ডাইং) ২১ লাখ ৭০ হাজার টাকা এবং এন. এ ডাইংকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এছাড়াও কেরানীগঞ্জের খান ওয়াশিং, আহমেদ ওয়াশিং ও আল বারাকা ওয়াশিংকে যথাক্রমে ২ লাখ ৭৬ হাজার টাকা, ৭৮ হাজার টাকা এবং ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। কারখানাগুলোকে ক্ষতিপূরণ আরোপের পাশাপাশি অতিসত্তর ইটিপি নির্মাণের নির্দেশ প্রদান করা হয়।
×