ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটে আটকের পরই আসামির মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ মার্চ ২০১৬

সিলেটে আটকের পরই আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের দক্ষিণ সুরমায় গ্রেফতারের পরই হার্ট এ্যাটার্ক করে মারা গেছেন এক আসামি। প্রিয়তোষ ভট্টাচার্য (৬৫) নামের ঐ ব্যক্তি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নয়াগ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলায় বসবাস করেন। তিনি কদমতলীস্থ জাবের এ্যান্ড ব্রাদার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। বুধবার বেলা সাড়ে ১১টায় চেক ডিজওনার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ হেফাজতে প্রায় আধঘণ্টা পরই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পুলিশ জানায় কদমতলী থেকে গ্রেফতারের প্রায় আধঘণ্টা পর প্রিয়তোষ বুকে ব্যথা অনুভব করলে তার পরিবারের লোকজনকে খবর দেয়া হয়। রাজশাহীতে ককটেল ফাটিয়ে ডাকাতি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর উপকণ্ঠ বায়ায় এবার ককটেল ফাটিয়ে বাসাবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে বায়াস্থ আশ্রয় প্রশিক্ষণ কেন্দ্রের অদূরে হাসিবুল ইসলাম নামের একব্যক্তির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। তারা বাড়িতে থাকা স্বর্ণের গহনাসহ নগদ কয়েক লাখ টাকা লুটে নেয়। গলাচিপায় দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া বাজারে মঙ্গলবার গভীর রাতে আশরাফ সিকদারের মুদি ও মনোহারী দোকান আগুন দিয়ে ভস্মীভূত করে দেয়া হয়েছে। ডাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খন্দকার দাবি করেছেন, আশরাফ সিকদার ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশ নিচ্ছেন। এতে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সড়ক সংস্কার কাজের উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ মার্চ ॥ বুধবার সকালে নওগাঁয় ফলিমারা ব্রিজ থেকে শালুকা হয়ে লখাইজানী বাজার পর্যন্ত পাকা রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি প্রধান অতিথি হিসেব কাজটির উদ্বোধন করেন। রাস্তাটির সংস্কার কাজে ৩৯ লাখ ১৭ হাজার ৫শ’ ৩০ টাকা ব্যয় ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মা ও শিশুবিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৬ মার্চ ॥ বুধবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে পরিবার-পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য-পুষ্টি এবং এইচআইভি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক আবদুল লতিফ মোল্লা, মোঃ রোকনউজ্জামান প্রমুখ।
×