ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে গৃহবধূকে নির্যাতন ॥ মামলা নিতে গড়িমসি

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ মার্চ ২০১৬

বরিশালে গৃহবধূকে নির্যাতন ॥ মামলা নিতে গড়িমসি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করেছে তিন বখাটে। আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও গত পাঁচদিনে পুলিশ মামলাটি এজাহারভুক্ত করেননি বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গৌরনদী পৌর এলাকার দক্ষিণ পালরদী মহল্লার। হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ শিল্পী বেগম জানান, ওই মহল্লার জনৈক মনু বেপারীর ঘরের ভাড়াটিয়া হিসেবে তিনি সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন গত শুক্রবার রাতে একাকী ঘরে তাকে ঝাঁপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় একই এলাকার চিহ্নিত বখাটে যুবক খলিলুর রহমান হাওলাদার ওরফে কসাই খলিল, নুরুল ইসলাম বেপারী ও দিপু বেপারী। এ সময় তিনি চিৎকার শুরু করায় বখাটেরা তাকে শ্লীলতাহানিসহ মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। বোয়ালমারীতে আগুনে পুড়ে মহিলার মৃত্যু সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৬ মার্চ ॥ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় আগুনে পুড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মাসুদ রানা জানান, বারাংকুলা গ্রামের মৃত দলিলউদ্দিনের বাড়ি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় দলিলউদ্দিনের স্ত্রী নাছিমা বেগম (৬০) বাথরুমে ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে বাথরুমসহ দুটি বসতঘর একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর ভস্মীভূত হয়। বাথরুমে থাকা নাছিমা বেগম আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের গাড়িতে তাকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পানি অধিকার ও সাধারণের সুরক্ষা সম্মেলন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ মার্চ ॥ পানি অধিকার ও সাধারণের সুরক্ষা সম্মেলন বুধবার কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে। হোটেল বীচ হ্যাভেন মিলনায়তনে এ সম্মেলনের আলোচনায় সভাপতিত্ব করেন এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্বাবিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ইমতিয়াজ আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী। আলোচক ছিলেনÑ উন্নয়ন সংস্থা বিডিওর নির্বাহী পরিচালক আখতার হোসেন, শার্প’র নির্বাহী পরিচালক শওকত আলী, আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক ড. লিয়াকত আলী, জেলে তাহসেন আলী, এ্যাকশন এইড ইন্ডিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. বিরেন নায়ক। দ্বিতীয় পর্বে আলোচনা ছিল পানি জাদুঘর লোকজ ধারা ও সংস্কৃতি। সাঁওতাল পল্লীর জমি দখলের চেষ্টার প্রতিবাদে আদিবাসী ছাত্রদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় সাঁওতাল পল্লীর জমি দখলের চেষ্টা, দিনাজপুরে নারীকে গণধর্ষণের পর হত্যা, নওগাঁর মহাদেবপুরে আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর গনকপাড়া থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো। বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন্ত মাহাতো। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক হুরেন মুর্মু প্রমুখ।
×