ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে ২ ইজিবাইক চালক হত্যা

ঘাতক মিল্টনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ মার্চ ২০১৬

ঘাতক মিল্টনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৬ মার্চ ॥ শেরপুরে পৃথক ঘটনায় ইজিবাইক ছিনিয়ে নিয়ে চালক আব্দুর রাজ্জাক ও খলিল মিয়া হত্যাকা- একইসূত্রে গাথা এবং একই চক্র উভয় হত্যাকা-ে জড়িত- এমনই তথ্য বেরিয়ে এসেছে আদালতে দেয়া গ্রেফতারকৃত ঘাতক মিল্টনের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে। বুধবার দুপুরে ৩ দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হলে ঘাতক মিল্টন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনম ইলিয়াসের কাছে এ জবানবন্দী দেয়। জবানবন্দীতে উভয় হত্যাকা-ে নিজেকে জড়িয়ে পালিয়ে থাকা সঙ্গীয় সাগরসহ আরও ৫ জনের নাম উল্লেখ করেছে। তবে তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করা না হলেও ঘাতক মিল্টনের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর মধ্য দিয়ে উভয় হত্যাকা-ে তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে দাবি করছেন তদন্ত কর্তৃপক্ষ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনছার আলী বুধবার আদালতে ঘাতক মিল্টনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদানের বিষয়টি নিশ্চিত করে জানান, অটোচালক রাজ্জাক হত্যাকা-সহ খলিল মিয়া হত্যাকা-ে মিল্টন নিজের সম্পৃক্ততাসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছে। বিধ্বস্ত ইলিশা ফেরিঘাট ৪ দিনেও মেরামত হয়নি নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৬ মার্চ ॥ ভোলার ইলিশা ফেরিঘাট মেঘনা নদীর ভাঙ্গনে বিধ্বস্ত হওয়ার ৪ দিন পরও বুধবার পর্যন্ত সংস্কার করতে পারেনি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। যার ফলে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল ৪ দিন ধরে বন্ধ রয়েছে। এতে করে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মৌজু চৌধুরী ঘাটে কয়েক শত পরিবহন আটকা পড়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছে চরম দুর্ভোগে। তারা জীবনের ঝুঁকি নিয়ে কাঠের ছোট ট্রলার যোগে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে। এতে করে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অপরদিকে মেঘনার ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য ইলিশা রক্ষা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে এলাকাবাসীগণ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, রবিবার বিকেল থেকে মেঘনার পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ইলিশা ফেরিঘাটের র‌্যামের নিচের পাইলিংয়ের মাটি সরে যায়। এতে করে ফেরিতে বাস ট্রাক ওঠানামা করতে চরম হুমকির মধ্যে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সোমবার সকাল থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ইলিশা ফেরিঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা বন্ধ করে দিয়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। ভোলা ফেরি সার্ভিসের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার জানান, মঙ্গলবার দুপুর থেকে বিআইডব্লিউটিএ ইলিশা ফেরিঘাট সংস্কারের কাজ শুরু করেছে। ৭ দিনের মধ্যে ঘাট মেরামতের কাজ শেষ হলে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল শুরু হবে।
×