ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশ প্রথমে বাধা দিলেও পরে কিছুই বলেনি

সরকারী জমি দখল করে পুকুর খনন!

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ মার্চ ২০১৬

সরকারী জমি দখল করে পুকুর খনন!

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ব্যক্তি মালিকানাধীন জমি ইজারা নেয়ার পাশাপাশি এবার রাজশাহীর বাগমারায় সরকারী জমি দখল করে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ঝিকড়া ইউনিয়নের সরকার দলীয় এক নেতা সরকারী ৭২ শতক জমি দখল করে এক সপ্তাহ ধরে পুকুর খনন করছেন। সফিকুল ইসলাম নামের ওই নেতা পুকুর খননের কথা স্বীকার করে বলেছেন, পুলিশ প্রথমে বাধা দিলেও পরে কিছুই বলেনি। স্থানীয়দের অভিযোগ, এক সপ্তাহ ধরে সরকারী (খাস) জমি দখল করে পুকুর খনন করা হচ্ছে। ঝিকড়া ইউনিয়নের ঝিকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ৭২ শতক সরকারী জমির মধ্যে কিছু অংশে ডোবা রয়েছে। অবশিষ্ট অংশ পরিত্যক্ত অবস্থায় ছিল দীর্ঘদিন ধরে। সপ্তাহ খানেক আগে থেকে সেখানে খননযন্ত্র বসিয়ে পুকুর খনন শুরু করেছেন ওই নেতা। কয়েকদিন আগে থানা থেকে পুলিশ এসে খননযন্ত্রের চাবি কেড়ে নেয়ায় একদিন খনন কাজ বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। সরকারী জমির আশপাশে আরও ২০-২৫ বিঘা জমি রয়েছে ব্যক্তিমালিকানাধীন। সেগুলো ইজারা নেয়া হলেও সরকারী জমি দখল করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। সরেজমিনে গিয়ে ঝিকড়ায় সরকারী জমিতে পুকুর খননের দৃশ্য দেখা যায়। একটি পুরাতন ডোবাকে মাঝখানে রেখে ড্রেজার দিয়ে চলছে পুকুর খনন। এক সপ্তাহ ধরে পুকুর খনন চলছে বলে খননকারী দুইজন শ্রমিক জানিয়েছেন। খাসপুকুর সংক্রান্ত কাগজপত্রের তদারককারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ শহিদুল ইসলাম জানান, ওই ইউনিয়নের ২২৭ নম্বর ঝিকড়া মৌজার ওই সরকারী জমির দাগ নম্বর ৭২৫৯ এবং পরিমাণ ৭২ শতক। দীর্ঘদিন ধরে ওই পুকুরটির ইজারা বন্দোবস্ত দেয়া হয়নি, এই কারণে এবারও ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাগজপত্র ঘেঁটে জানা যায়, জমির প্রকৃতি হিসেবে পুকুর উল্লেখ থাকলেও বর্তমানে তার কিছু অংশ ডোবা ও অবশিষ্ট অংশ রয়েছে ফাঁকা। ডোবা অংশে মাছ চাষ করার অনুপযোগী। এজন্য ডোবা ও পরিত্যক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে তা ইজারা দেয়া যায়নি। উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাগমারার ইউএনও নাছরিন আক্তার গত ৩ মার্চ ওই পুকুর (ডোবা) ইজারা দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। স্থানীয় আফজাল হোসেন, মেছের আলীসহ বেশ কয়েকজন কৃষক জানান, ওই ডোবাতে সামান্য পরিমাণ পানি থাকে। সেখান থেকে তারা জমিতে সেচ দিতে পারতেন। তবে প্রভাবশালীর দখলে যাওয়ার কারণে এখন আর জমিতে সেচ দিতে পারবেন না। আওয়ামী লীগের ঝিকড়া ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম আজাদ জানান, তিনি সরকারী জমিতে পুকুর খননের বিষয়টি শুনেছেন। তবে এটা প্রশাসনের দেখার বিষয়। তবে অভিযুক্ত সফিকুল ইসলাম বলেন, সরকারী ডোবাটি পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে তিনি তা সংস্কার করে মাছ চাষের উপযোগী করছেন।
×