ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিজবুত-গ্রামবাসী সংঘর্ষ

অজ্ঞাত ৪-৫ হাজার লোককে আসামি করে মামলা

প্রকাশিত: ০৬:২৫, ১৭ মার্চ ২০১৬

অজ্ঞাত ৪-৫ হাজার লোককে আসামি করে মামলা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৬ মার্চ ॥ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে সোমবার হিযবুত তওহীদ কর্মীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ ও হতাহতের ঘটনায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ছায়েদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ হাজার লোককে আসামি করে এ মামলা দায়ের করেন। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় সোমবার সকাল থেকে পোরকরা গ্রাম, চাষিরহাট বাজারসহ বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারী কাজে বাধা ও হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের মধ্যে গ্রামবাসী ও হিযবুত তওহীদের অনুসারী রয়েছে বলে জানান তিনি। তবে দায়ের হওয়া এ মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এক প্রশ্নের উত্তরে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ ইলিয়াছ শরীফ পিপিএম বলেন, হামলার পরিকল্পনাকারী, মদদদাতা ও প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারীদের বিষয়ে নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে। উত্তেজিত জনতার আড়ালে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোন বিশেষ দলের লোকজন এই তা-বের সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের সংশ্লিষ্টতার বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ঘটনার সময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকাও বিচার-বিশ্লেষণ করে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসপি। এ দিকে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতনামা ৪-৫ হাজার মানুষের বিরুদ্ধে মামলা দায়েরে গ্রামজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। সোমবারের ঘটনাকে কেন্দ্র করে বুধবার কারো মুখে নেই কোনো শব্দ। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ঘটনা ঘটেছে সত্য।
×