ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তারেকসহ ৪ জনের বিরুদ্ধে ঘুষের মামলা বাতিলের আবেদন খারিজ

প্রকাশিত: ০৬:১০, ১৭ মার্চ ২০১৬

তারেকসহ ৪ জনের বিরুদ্ধে ঘুষের মামলা বাতিলের আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার ॥ বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকা- ধামাচাপা দিতে তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে নিম্ন আদালতে তারেক রহমানসহ আসামিদের বিরুদ্ধে করা মামলাটি চলতে বাধা নেই। এদিকে মুদ্রা পাচারের অভিযোগ পুরনো আইনে দায়ের করা মামলা নতুন আইনে চলবে কিনা এমন এক ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। হুমায়ুন কবির সাব্বির হত্যাকা- ধামাচাপা দিতে তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্টের বেঞ্চ এই রায় দেয়। এ আবেদনের তারেক রহমানের পক্ষে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও রাগিফ রউফ চৌধুরী শুনানি করেন। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে তারেক রহমান আপীল করবেন বলে জানান তার আইনজীবী । বিষয়টি তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান। মাহবুব উদ্দিন খোকন বলেন, তারেক রহমানের সঙ্গে আলোচনা করে আমরা হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপীল করব কিনা সিদ্ধান্ত নেব। আশা করি, আমরা উচ্চ আদালতে ন্যায়বিচার পাব। তুষারের রিট খারিজ॥ মুদ্রা পাচারের অভিযোগ পুরনো আইনে দায়ের করা মামলা নতুন আইনে চলবে কিনা এমন এক ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদের করা রিট আবেদনের ওপর জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেয়। এর ফলে মুদ্রা পাচার প্রতিরোধ আইনের ৩১ এর ৩ ধারা নিয়ে তুষারের আবেদন বাতিল হয়ে গেল। একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা চালাতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে তুষারের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপীল করবেন।
×