ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের নয়া রাষ্ট্রপতি থিন কিয়াওকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৬:০৭, ১৭ মার্চ ২০১৬

মিয়ানমারের নয়া রাষ্ট্রপতি থিন কিয়াওকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারের নতুন রাষ্ট্রপতি থিন কিয়াওকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির নতুন রাষ্ট্রপতির কাছে পাঠানো পৃথক বার্তায় তাঁরা বলেছেন, থিন কিউ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মিয়ানমারের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ঘটবে। এছাড়া বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ে উঠবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিয়ানমারের নতুন রাষ্ট্রপতি থিন কিয়াওয়ের কাছে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আশা প্রকাশ করেছেন, মিয়ানমারের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দেশটির শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ঘটবে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পাবে। প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতাও আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃথক পাঠানো বার্তায় থিন কিয়াও মিয়ানমারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের জনগণের মধ্যে বৃহত্তর আস্থা ও সমঝোতা উন্নয়নে উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে আস্থা ও বন্ধুত্ব রয়েছে তা থিন কিয়াওয়ের নেতৃত্বে আরও সমৃদ্ধ হবে। দুই দেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সুচির ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত থিন কিয়াও দেশটির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথমাবেরর মতো বেসামরিক কোন ব্যক্তিকে রাষ্টপ্রধান হিসেবে পেল মিয়ানমার। গত নবেম্বরে বিপুল ভোটে বিজয় লাভ করে এনএলডি। সাবেক জান্তা সরকার সাংবিধানিকভাবে সুচির রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় রাষ্ট্রীয় শীর্ষ পদটিতে তার যাওয়ার কোন সুযোগ ছিল না। তবে নির্বাচনে জয়ের পর সুচি জানিয়েছিলেন, তিনি রাষ্ট্রপতিরও ওপরে থাকবেন। রাষ্ট্রপতি পদের জন্য সুচি তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত থিন কিয়াওকে গত সপ্তাহে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। রাষ্ট্রপতি পদে থিন কিয়াওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন এনএলডির আরেক প্রার্থী এবং সামরিক বাহিনী সমর্থিত এক প্রার্থী। তবে এদের মধ্যে ৩৬০ ভোট পেয়ে থিন কিয়াও জয় লাভ করেন। ২০০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন সেনাবাহিনীর প্রার্থী মিন্ট সুই এবং এনএলডির হেনরি ভ্যান থিও পান মাত্র ৭৯ ভোট। এরা দুজন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। মিয়ানমারের মোট পার্লামেন্ট সদস্য ৬৫২ জন।
×