ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারাগারে নিজামীকে মৃত্যু পরোয়ানা ও রায় পড়ে শোনানো হয়েছে

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ মার্চ ২০১৬

কারাগারে নিজামীকে মৃত্যু পরোয়ানা ও রায় পড়ে শোনানো হয়েছে

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৬ মার্চ ॥ মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা ও রায়ের কপি বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পৌঁছেছে। এরপর নিজামীকে তার মৃত্যু পরোয়ানা ও আপীল মামলার রায় পাঠ করে শোনানো হয়। নিজামী ওই রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। কারা কর্তৃপক্ষ জানায়, এ সময় তাকে চিন্তাযুক্ত দেখা গেছে। তার উচ্চ রক্তচাপও কিছুটা বেড়েছে। এদিকে বুধবারই নিজামীর সঙ্গে কারাগারে সাক্ষাত করেছেন তার ছেলে ও আইনজীবীরা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি জামায়াতের ইসলামীর আমির মতিউর রহমান নিজামী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ৪০ নম্বর কনডেম সেলে বন্দী রয়েছেন। যুদ্ধাপরাধ মামলায় মতিউর রহমান নিজামীর মৃত্যুদ- বহালের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর মৃত্যু পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকাল ৯টা ৫ মিনিটে লাল সালুতে মোড়ানো নিজামীর মৃত্যু পরোয়ানাটি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ওই কারগারের ডেপুটি জেলার মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২তে নিয়ে পৌঁছে দেয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে এর ঘণ্টাখানেক পর সকাল সোয়া ১০টার দিকে মতিউর রহমান নিজামীকে তার মৃত্যু পরোয়ানা ও রায় পড়ে শোনানো হয়। এরপর তিনি নিজেও পরোয়ানাটি দেখে তাতে স্বাক্ষর দেন। তাৎক্ষণিক মন্তব্যে নিজামী ওই রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন বলে জানিয়েছেন। মৃত্যু পরোয়ানা শোনানোর সময় নিজামীকে অনেকটা চিন্তাযুক্ত ও ভাবনায় থাকতে দেখা গেছে। তিনি সকালে খাওয়া দাওয়া করেছেন। মানসিকভাবে ভেঙ্গে পড়ায় মঙ্গলবার থেকেই তার উচ্চ রক্তচাপ কিছুটা বেড়েছে। মৃত্যু পরোয়ানা ও রায় পড়ে শোনোর পর তিনি তার আইনজীবীর সঙ্গে সাক্ষাত করে তিনি কথা বলবেন বলে জানান। কারা কর্মকর্তা আরও জানান, একই কারাগারের একই কনডেম সেলে বন্দী রয়েছেন যুদ্ধাপরাধের অপর মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলীও। সম্প্রতি আপীলেও তার মৃত্যুদ- বহাল থাকার পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ও মৃত্যু পরোয়ানা তৈরির অপেক্ষায় রয়েছে। নিজামীর সঙ্গে আইনজীবীদের সাক্ষাত ॥ এদিকে বুধবার নিজামীর সঙ্গে কারাগারে সাক্ষাত করেছেন তার ছেলে ও আইনজীবীরা। দুপুর সোয়া একটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার-২ এর প্রধান ফটক দিয়ে নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন ও তার আইনজীবী মোঃ মতিউর রহমান আকন্দ ও মশিউল আলম প্রবেশ করেন। আনুষ্ঠানিকতা শেষে তারা দুপুর ১টা ৩৫ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাত করে কথাবার্তা বলেন এবং কারাগারে অবস্থান করেন। পরে তারা প্রধান ফটক দিয়ে কারাগার থেকে বেরিয়ে যান। সাক্ষাত শেষে আইনজীবী মতিউর রহমান আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, গতকাল (মঙ্গলবার) তার (নিজামীর) পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এখন রিভিউ করা হবে কি না সে বিষয়ে মতামত নেয়ার জন্য তার (নিজামী) সঙ্গে সাক্ষাত করি। সাক্ষাতকালে মতিউর রহমান নিজামী স্পষ্ট ভাষায় বলেছেন, সম্পূর্ণ মিথ্যা ও অসত্যের ওপর ভিত্তি করে এ রায় দেয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে অবশ্যই রিভিউ করতে হবে। তিনি রিভিউ আবেদনের জন্য নির্দেশ দিয়েছেন। নিজামী মানসিকভাবে অত্যন্ত দৃঢ় এবং ভাল আছেন। বর্তমানে তার বয়স ৭৫ বছরের মতো। সুতরাং তিনি শারীরিকভাবে একটু দুর্বল। তবে মানসিকভাবে তিনি দৃঢ় ও শক্ত আছেন। তিনি দেশ বাসীকে সালাম জানিয়েছেন। আইনজীবী আরও বলেন, তিনি (নিজামী) বলেছেন পাবনার যে দুটো এলাকার ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে তাকে মৃত্যুদ-ে দ-িত করা হয়েছে। এই দুটো এলাকায় তিনি ১৯৮৬ সালের নির্বাচনের আগে কোন দিনই যাননি। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি সে এলাকায় গিয়েছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার জাহাঙ্গীর কবির জানান, বুধবার ভোর সোয়া ৫টার দিকে ১৫৩ পৃষ্ঠার নিজামীর মৃত্যু পরোয়ানাটি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়।
×