ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর সঙ্গে রেললাইন স্থাপনের চুক্তি হবে শীঘ্রই

প্রকাশিত: ০৪:৩২, ১৭ মার্চ ২০১৬

পদ্মা সেতুর সঙ্গে রেললাইন স্থাপনের চুক্তি হবে শীঘ্রই

সংসদ রিপোর্টার ॥ পদ্মা সেতুর সঙ্গে দীর্ঘ রেললাইন স্থাপনের লক্ষ্যে খুব শীঘ্রই বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হবে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে আরও বলা হয়, বঙ্গবন্ধু সেতু, চট্টগ্রামে কর্ণফুলী সেতু ও খুলনা-মংলায় রূপসা সেতুসহ প্রধান প্রধান রেলসেতু প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। কমিটি সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মোঃ আলী আজগর, সিরাজুল ইসলাম মোল্লা, ইয়াসিন আলী ও ফাতেমা জোহরা রানী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত নীতিমালা বাস্তবমুখী ও যুগোপযোগীকরণ, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে উপযোগী ইঞ্জিন বা বগি ক্রয়, রেলওয়ের সার্বিক কর্মকা-ের মান উন্নয়ন ও লাইন সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত মাস্টার প্ল্যানের আওতায় ২৩৫টি প্রকল্প দ্রুত বাস্তবায়ন, সার্কুলার ট্রেন ও স্পীড ট্রেন চালু দ্রুতকরণ এবং প্রতিটি রেলস্টেশন সিসিটিভি ক্যামেরা ও স্ক্যানিং মেশিন বসানোসহ হেল্পলাইন সংযোজন ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে বিভিন্ন তথ্য প্রদর্শনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশ রেলওয়েকে অধিকতর জনমুখী ও আধুনিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত পরিকল্পনাগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। ২৫ মার্চ জাতীয় গ্রন্থসুহৃদ সম্মেলন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ গ্রন্থসৃহৃদ সমিতির উদ্যোগে বেসরকারী গণগ্রন্থাগার প্রতিনিধিদের ‘প্রথম জাতীয় গ্রন্থসুহৃদ সম্মেলন ১৬’ আগামী ২৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাড্ডা থানার বেরাইদ মুসলিম হাইস্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বেসরকারী গণগ্রন্থাগার সভাপতি, সম্পাদক ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। ইতোমধ্যে ডাকে ১২শ’ গ্রন্থাগারের ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আগ্রহীরা ২০ মার্চের মধ্যে বসফধফযন@ুধযড়ড়.পড়স ঠিকানায় ই-মেইল অথবা ০১৭১১-১৭১৮১৯ নম্বরে এসএমএস পাঠিয়ে নাম নিবন্ধন করতে পারবেন।-বিজ্ঞপ্তি দায়িত্বশীল বাবার মৃত্যুর পর মাত্র ১০ বছর বয়সেই সংসারের হাল ধরেছে ব্রাহ্মণবাড়িয়ার সুজন। মা ও বোনের মুখে অন্ন তুলে দিতে দায়িত্বশীল এই শিশু পেশা হিসেবে বেছে নিয়েছে বাদাম বিক্রি। সারাদিন ঘুরে ঘুরে বাদাম বিক্রির পর যে লাভ হয় তাতে কোনরকমে চলে যায় সুজনের সংসার। ছবিটি রমনা পার্ক থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। অদম্য নারী বাস্তবতাই সবচেয়ে বড় শিক্ষক। কেরানীগঞ্জে রহিমার (৫৫) কাছে বিষয়টা আরও পরিষ্কার। বেঁচে থাকার জন্য কারও মুখাপেক্ষী হননি। নিজের সাধ্যের মধ্যে যা করা যায় তাই করেছেন। ১০-১২ বছর ধরে বাটিতে করে বাবুবাজারে রান্না করা খাবারের ব্যবসা করেন এই অদম্য নারী। তাতে ভালভাবেই মিটে যায় তার ছোটখাটো সব চাহিদা। ছবিটি রাজধানীর বাবুবাজার ব্রিজ থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×