ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিন

প্রকাশিত হলো ‘৩২ নম্বরের বাড়ি ও সুধাসদন : যে ইতিহাস সবার জানা দরকার’

প্রকাশিত: ০৪:৩১, ১৭ মার্চ ২০১৬

প্রকাশিত হলো ‘৩২ নম্বরের বাড়ি ও সুধাসদন : যে ইতিহাস সবার জানা দরকার’

১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘৩২ নম্বরের বাড়ি ও সুধাসদন : যে ইতিহাস সবার জানা দরকার।’ ভিয়েনা প্রবাসী লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এম. নজরুল ইসলামের এই বইটির প্রকাশক সুবর্ণ। ২০১১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ধানম-ির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবন নিয়ে কটাক্ষ করেছিলেন। তারই প্রতিবাদে তথ্যনির্ভর দীর্ঘ নিবন্ধ লিখেছিলেন এম নজরুল ইসলাম, যা দৈনিক জনকণ্ঠে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সেই লেখাটিই বঙ্গবন্ধুর জন্মদিনে বই আকারে পাঠকদের হাতে তুলে দেয়া হয়েছে। বইটির ভূমিকায় লন্ডন প্রবাসী লেখক, সাংবাদিক আবদুল গাফ্্ফার চৌধুরী লিখেছেন, ‘সব ঐতিহাসিক স্থান ও ভবন নিয়েই কিছু মিথ তৈরি হয়। বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি নিয়েও হয়েছে। এই মিথকে ইতিহাসের কষ্টি পাথরে যাচাই করে দেশ-বিদেশের মানুষের অনুসন্ধিৎসা মেটানোর জন্য তুলে ধরা উচিত ছিল। সে কাজটি দীর্ঘদিন ধরে হয়নি। কোন খ্যাত ইতিহাসবিদ এগিয়ে আসেননি সে কাজটি করার জন্য। ফলে বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা সুযোগ পেয়েছে। বঙ্গবন্ধুর চরিত্র হননের সঙ্গে সঙ্গে এই বাড়ি, শেখ হাসিনা ও তাঁর স্বামী ড. ওয়াজেদ মিয়ার সুধাসদন নামের বাসভবন, এমনকি শেখ রেহানার লন্ডনের একজন কর্মজীবী মহিলার ক্লেশকর জীবনযাপন সম্পর্কেও তারা অনবরত মিথ্যা প্রচার করেছে এবং কুৎসা ছড়িয়েছে।... এই বাড়ির এবং বঙ্গবন্ধুর পরিবারের স্মৃতিজড়িত অন্যান্য বাড়িঘরের প্রকৃত ইতিহাস বিস্মৃতির অন্ধকারে ঢাকা পড়ে যেতে বসেছিল। যদিও ৩২ নম্বরের ধানম-ির বাড়িটি এখন বঙ্গবন্ধু জাদুঘর, তথাপি এই বাড়ির ইট, কাঠ ও পাথরের নিচে বাঙালীর নবজাগরণের যে ইতিহাস ঢাকা পড়ে আছে, তার আবরণ উন্মোচন জরুরী প্রয়োজন হয়ে দেখা দিয়েছিল।’ ইতিহাসের এই জরুরী প্রয়োজনটি মিটিয়েছেন এম. নজরুল ইসলাম। আবরণ উন্মোচন করেছেন। বইটিতে লেখকের অন্যান্য নিবন্ধ ও বেশ কিছু দুর্লভ ছবি সংযোজিত হয়েছে। তথ্যনিষ্ঠ পাঠকদের চাহিদা মেটাতে বইটি অতুলনীয়। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেছেন বরেণ্য শিল্পী হাশেম খান। বইটির দাম ২০০ টাকা। -বিজ্ঞপ্তি
×