ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্ক টাইমসের উপ-সম্পাদকীয়র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩০, ১৭ মার্চ ২০১৬

নিউইয়র্ক টাইমসের উপ-সম্পাদকীয়র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকায় ইংরেজী দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে নিয়ে লেখা উপ-সম্পাদকীয়র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গত ৩ মার্চ মাহফুজ আনামের মেয়ে তাহমিনা আনাম লিখিত ‘মাই ফাদার, দ্য এডিটর, আন্ডার ফায়ার’ শীর্ষক একটি কলাম নিউইয়র্ক টাইমসে ছাপা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ মার্চ একই পত্রিকায় ওয়াশিংটনে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের পাঠানো প্রতিবাদও ছাপানো হয়েছে। বুধবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূত্র জানায়, নিউইয়র্ক টাইমস পত্রিকায় ওই উপ সম্পাদকীয়তে তাহমিনা আনাম বাংলাদেশের সরকার তার বাবাসহ গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ তোলেন। এ বিষয়ে তিনি লিখেন, বাংলাদেশে বছরখানেক আগে বইমেলা ফেরত (মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী) একজন ব্লগার ও লেখককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তখন আমরা উগ্রবাদীদের আচরণে উদ্বিগ্ন ছিলাম। কিন্তু, এখন সরকারই রাজনৈতিকভাবে ভিন্নমত দমনে কাজ করছে। ভীতু হয়ে স্বাধীন গণমাধ্যমকে চেপে ধরছে। তাহমিনা আনামের এ লেখার প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন লেখেন, মাহফুজ আনামের বিরুদ্ধে সরকার কোন ‘এ্যাকশন’ নিচ্ছে না। এমনকি স্বাধীন গণমাধ্যমের ওপরে সরকারের কোন চাপ নেই। মত প্রকাশের স্বাধীনতার ওপর বাংলাদেশ সরকার হস্তক্ষেপ করছে না। মাহফুজ আনামের বিরুদ্ধে হওয়া সকল মামলা ব্যক্তিগতভাবে করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে দেয়া প্রতিবাদপত্রে আরও উল্লেখ করা হয় যে, ওই সময়ে মাহফুজ আনাম স্বাভাবিক গণমাধ্যমের নীতি অনুশীলন করেননি। সে সময়ে অনেক গণমাধ্যমই মিথ্যা খবর ছাপতে অস্বীকৃতি জানিয়েছিল। সূত্র জানায়, রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিনের পাঠানো প্রতিবাদ নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে তৎকালীন সরকারের বিশেষ সংস্থার দেয়া অসমর্থিত খবর প্রকাশ করেছিল বিভিন্ন গণমাধ্যম। সম্প্রতি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সেসব খবর পরিবেশন করা উচিত হয়নি বলে একটি টিভি টকশোতে নিজের ভুল স্বীকার করেছেন। এরপর প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয় মাহফুজ আনামের কারণে তাঁর মাকে ১১ মাস জেল খাটতে হয়েছে বলে দাবি করে মাহফুজ আনামের গ্রেফতার দাবি করেন। এরপর দেশের বিভিন্ন জেলায় মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ৮০টির মতো মামলা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় জামিন পেয়েছেন এ সম্পাদক। টেলিটকে বিকাশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চালু রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্কে সোমবার থেকে চালু হলো বিকাশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস। এখন থেকে যে কোন টেলিটক গ্রাহক বিকাশ এ্যাকাউন্ট খুলে তার মোবাইল ফোন ব্যবহার করে দেশের যে কোন প্রান্তে বিকাশের সেবা উপভোগ করতে পারবেন। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ঢাকার ওয়েস্টিন হোটেলে প্রধান অতিথি হিসেবে তার টেলিটক ফোনে বিকাশের একটি এ্যাকাউন্ট খোলার মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন। এ সময় টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×