ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাদালের মধুর প্রতিশোধ

প্রকাশিত: ০৪:২৯, ১৭ মার্চ ২০১৬

নাদালের মধুর প্রতিশোধ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসের হার্ডকোর্ট টুর্নামেন্টের পুরুষ এককের তৃতীয় পর্বে জয় পেয়েছেন রাফায়েল নাদাল। মঙ্গলবার তিনি স্বদেশী ফার্নান্দো ভারডাস্কোকে হারিয়ে মধুর প্রতিশোধটাও তুলে নিলেন। তৃতীয় রাউন্ডে এদিন স্প্যানিশ টেনিস তারকা নাদাল ৬-০ এবং ৭-৬ (১১/৯) সেটে হারান ভারডাস্কোকে। প্রতিপক্ষের বিপক্ষে জিততে এদিন তার সময় লাগে ১ ঘণ্টা ৪১ মিনিট। গত জানুয়ারিতে এই ভারডাস্কোর কাছে হেরেই অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন নাদাল। এবার সেই প্রতিপক্ষকেই হারিয়ে বিএনপি পরিবাস ওপেনের শেষ ষোলতে জায়গা করে নেন তিনি। কঠিন প্রতিপক্ষকে হারিয়ে চতুর্থ পর্বের টিকেট নিশ্চিত করে আনন্দিত নাদাল। তবে ম্যাচটা যে কঠিন ছিল তা সংবাদ সম্মেলনে অকপটেই স্বীকার করেছেন এই স্প্যানিয়ার্ড। এ বিষয়ে তিনি বলেন, ‘ম্যাচটা খুবই কঠিন ছিল কিন্তু আমি সবসময়ই তার বিপক্ষে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছি।’ এমন পারফর্মেন্স আরও প্রদর্শন করার কথাও জানিয়েছেন নাদাল, ‘এ বছরে খুব কম সংখ্যক ম্যাচেই হেরেছি আমি। যে কারণে জয়ের সুযোগ ছিল আমার। আর এমন পারফর্মেন্স আরও প্রদর্শন করতে চাই আমি।’ আগামী জুন মাসেই ৩০ বছরে পা রাখবেন রাফায়েল নাদাল। কিন্তু সময়টা এখন বাজেভাবে কাটছে তার। কোর্ট কিংবা কোর্টের বাইরে সাম্প্রতিক সময়েও বিতকির্ত হয়ে পড়েন তিনি। তবে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ২০১৩, ২০০৯ এবং ২০০৭ সালে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব রয়েছে নাদালের। এবার চতুর্থ শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেলেন স্পেনের এই শীর্ষ বাছাই। চতুর্থ রাউন্ডে রাফায়েল নাদালের প্রতিপক্ষ এখন জার্মাডনর আলেক্সান্ডার ভেরেভ। তৃতীয় রাউন্ডে যিনি ১৬তম র‌্যাঙ্কধারী ফরাসী তারকা জাইলস সিমনকে ৬-২, ৬-২ গেমের সরাসরি সেটে পরাজিত করেছেন। এছাড়া টুর্নামেন্টের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ৭-৫ এবং ৭-৫ সেটে হারান জার্মানির ফিলিপ কোলস্ক্রেইবারকে। পুরুষ এককে এই সময়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন জোকোভিচ।
×