ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ

ব্যাটসম্যানদের দুষলেন ধোনি

প্রকাশিত: ০৪:২৮, ১৭ মার্চ ২০১৬

ব্যাটসম্যানদের দুষলেন ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ছোট্ট ভার্সনের টি২০ সেখানে আরও বেশি অনিশ্চিয়তাময়। বিশেষজ্ঞরা বলেন, এখানে ছোট দল-বড় দল বলে কিছু নেই। বিশ্বকাপের শুরুতেই সেটি সত্যি হলো। সুপার টেনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল স্বাগতিক ভারত, যাদের গলায় আবার হট-ফেবারিটের তকমা। হারের ধরনটা লজ্জাজনক। নাগপুরে কিউইদের ছুড়ে দেয়া ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ রানে অলআউট মহেন্দ্র সিং ধোনির দল! অতিথি স্পিনের সামনে বিশ্বের স্বীকৃত সেরা ব্যাটিং যেভাবে ভেঙে পড়ল, সেটি মেনে নিতে কষ্ট হচ্ছে স্বাগতিক অধিনায়কের। ধোনি বলেন, এই উইকেটে প্রতিপক্ষকে ১২৬ রানে আটকে রাখায় বোলারদের কৃতিত্ব দিতে হবে। অবশ্যই রানটা তাড়া করা উচিত ছিল। কিন্তু আমরা সেটা পারিনি। একটু খতিয়ে দেখলে লক্ষ্য করবেন, আমরা সফট ডিসমিশালে আউট হয়েছি। শট সিলেকশনে ভুল করেছি। উল্টো দিকে কিউই স্পিনাররা পরিস্থিতি কাজে লাগিয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় এবং বাংলাদেশ থেকে এশিয়া কাপের ট্রফি পুনরুদ্ধার- পরশু হারের আগে নিজেদের শেষ ১১ ম্যাচের ১০টিতেই জয় ভারতের। অথচ কিউইদের কাছে রীতিমতো লজ্জায় ডুবল ধোনির দল। ঘরের মাটিতে স্পিনের বিপক্ষে খাবি খেল বিশ্বসেরা ব্যাটিং। ভারতের দশ উইকেটের নয়টিই ভাগাভাগি করে নিয়েছেন তিন কিউই স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ সোধি ও নাথান ম্যাককুলাম! ‘প্রথমে পাওয়ার প্লে-তে এতগুলো উইকেট গেল। তারপরও সতর্ক হয়ে একটা ভাল পার্টনারশিপ গড়তে পারিনি। এটা মোটেই ভাল লক্ষণ নয়। টি২০তে শুরুটা ভাল না হলে পরের দিকে অযথা প্রেসার তৈরি হয়। সেটাই হয়েছে।’ দলের বড় তারকা আগেই বলেছিলেন, প্রথম দিকের ব্যাটসম্যানরা নিয়মিত রান পাচ্ছে বলেই মিডল অর্ডারকে সেভাবে পরীক্ষা দিতে হয়নি। বিশ্বকাপের প্রথম পরীক্ষাতেই ডাহা ফেল ভারতীয় মিডল-অর্ডার। সর্বোচ্চ ৩০ রান ছয় নম্বরে নামা অধিনায়ক ধোনির। এছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন কেবল কোহলি (২৩) ও আশ্বিন (১০)। গ্রেট সুনীল গাভাস্কার যেমন বলেন, ‘এ্যাপ্লিকেশন- ব্যাটিংয়ে সেটার অভাবই চোখে পড়ল। আস্কিং রেট যখন মাত্র ৬, তখন শুরুটা অবশ্যই ভাল করার সুযোগ ছিল। অথচ নিয়ম করে প্রতিপক্ষকে উইকেট উপহার দিল ভারত।’ অন্যদিকে স্পিনারদের সাফল্যে সন্তুষ্ট নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘আমাদের স্পিনাররা নয়টা উইকেট নিয়েছে। প্রতিষ্ঠিত পেসারদের বাইরে রেখে খেলার মধ্যে ঝুঁকি ছিল। কিন্তু কন্ডিশনের বিবেচনায় আমাদের এই ঝুঁকিটা নিতেই হতো। আমি খুশি নাথান ও সোধি দারুণ বল করেছে। মনে রাখতে হবে সোধি ও স্যান্টনার প্রথমবারের মতো ভারতে খেলছে।’ ১১ রান দিয়ে ৪ উইকেট নেয়ার পর ম্যাচসেরা হিসেবে বাঁহাতি স্যান্টনার ছাড়া আর কাউকে ভাবা সম্ভব ছিল না। ভারতের বিপক্ষে এটি কোন স্পিনারের সেরা পারফর্মেন্স। ‘১২৬- রান ম্যাচ জেতার মতো হতে পারে প্রথমে আমরা সেটা ভাবতেই পারিনি। কিন্তু ঠিক করেছিলাম এই পুঁজি নিয়ে লড়াই করব। এত বড় টুর্নামেন্টে ভারতকে হারানোর পর আমাদের স্বাভাবিক (ইজি) হতে একটু সময় লাগবে!’ শনিবার ইডেনে পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। অপ্রত্যাশিতভাবে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় সেখানে চাপে থাকবে ধোনির দল।
×