ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তবু বিশ্বকাপ বাছাইয়ে ভাল ফলের প্রত্যাশা বাংলাদেশের স্প্যানিশ কোচ গঞ্জালোর

জর্দানের আগে আমিরাত পরীক্ষা

প্রকাশিত: ০৪:২৮, ১৭ মার্চ ২০১৬

জর্দানের আগে আমিরাত পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৪ মার্চ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলায় অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে তার আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের মাটিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে গঞ্জালো সানচেজ মরেনোর শিষ্যরা। জর্দানের বিরুদ্ধে ম্যাচটিই হচ্ছে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেষ ম্যাচ। এখনও কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি তারা। সাফ ফুটবল ও বঙ্গবন্ধু ফুটবলে বাজে ফল, দলের চার ফুটবলারের শাস্তি পাওয়া... সবমিলিয়ে দল যথেষ্টই নাজুক অবস্থায়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে জর্দানের বিরুদ্ধে ম্যাচে কি ফল করবে বাংলাদেশের ছেলেরা? বুধবার রাতে আমিরাতের উদ্দেশে বিমানযোগে ঢাকা থেকে রওনা হয় বাংলাদেশ দল। যাওয়ার আগে দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ঘুরে ফিরে বারবারই এসেছে শৃঙ্খলাভঙ্গ আর তরুণ ফুটবলারদের নিয়ে গড়া দলটাকে নিয়ে। কেউই যেন ভাল কিছু আশা করতে পারছে না এদের কাছ থেকে। কারণটা খুব সহজ। দলের স্বীকৃত অভিজ্ঞ ও নির্ভরযোগ্য মানসম্পন্ন ফুটবলাররা যে নিষেধজ্ঞার কারণে বাইরে! তবে এটাই হতে পারে দলের তরুণ বা নতুন ডাক পাওয়া ফুটবলারদের জন্য সুর্বণ সুযোগ নিজেদের প্রমাণের। হয়ত জ্বলে উঠে জাতীয় দলে নিজেদের আসনটা সুদৃঢ় করতে পারেন তারা। হতে পারেন একেকজন মামুনুল ইসলাম, ইয়াসিন খান বা জাহিদ হোসেন। তবে সেটি তাদের নিজেদেরই করে দেখাতে হবে। আর সেই মঞ্চটা জর্দানের মাটিতে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের এই দেশটি। বঙ্গবন্ধু গোল্ডকাপের পর বাংলাদেশ জাতীয় দলটা মোটামুটি ঢেলে সাজানো হয়েছে। দলের কোচও নতুন। এসেছেন স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মরেনো। নির্ভরযোগ্য বেশ ক’জন ফুটবলার নেই দলে। কোনমতে অনুর্ধ-২৩ দলের অধিকাংশ ফুটবলার দিয়েই স্বল্প সময়ে গড়া হয়েছে জাতীয় দলটাকে। বাংলাদেশ দলের দলনেতা বাফুফের সহ-সভাপতি বাদল রায় আর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। দু’জনই জানান, তারা এবার খুব ভালমতোই খেয়াল রাখবেন আগের মতো শৃঙ্খলাভঙ্গের কোন ঘটনা যেন এবার দলে না ঘটে। দেশ ছাড়ার আগে দলের স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মরেনো জানালেন বিশ্বকাপ বাছাইয়ে তাদের প্রত্যাশার কথা। যদিও নিজেদের লক্ষ্যটাই জানেন না অনুর্ধ ২৩ দল থেকে প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব পাওয়া এই কোচ, সবাই জানে দুুটি ম্যাচ অনেক কঠিন হবে আমাদের জন্য। আমরা চাই ভাল ফুটবল খেলতে। ভাল স্কোর করতে। লক্ষ্যটা কি আর চূড়ান্ত ফল কি হতে পারে সেটা আমি জানি না। উল্লেখ্য, এর আগে ঘরের মাঠে পূর্ণ শক্তির দল নিয়েই জর্দানের কাছে ৪-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ জাতীয় দল। এখন জর্দানের মাঠে যে দলটি খেলতে যাচ্ছে সেটির ওপর শতভাগ আস্থা রাখতে পারছেন না কেউই। তারপরও দলের কোচের বিশ্বাস শুধু নিজেদের খেলাটা খেলতে পারলেই ভাল কিছু করে দেখাতে পারবে এ দলটি। দলনেতা বাদল রায় জানালেন নতুন দলটিকে নিয়ে তাদের জর্র্দান মিশনটা একটা বড় চ্যালেঞ্জ, জর্দান ম্যাচটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। শৃঙ্খলাটাকেই আমরা সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। খেলোয়াড়দের মধ্যে দায়িত্ববোধ ব্যাপারটা আসতেই হবে। কে শাস্তি পেয়েছে, না পেয়েছে সেটি বড় কথা না। খেলোয়াড়দের মানসিক পরিবর্তনটা খুব দরকার ছিল। অনুর্ধ-২৩ দলে অধিনায়কের দায়িত্ব পালন করলেও জাতীয় দলে এবারই প্রথম অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম রেজা। তিনি জানান, যে শৃঙ্খলা আর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে সেটি তারা যথাযথভাবেই মেনে চলবেন, এই দলের অনেকেই অনুর্ধ-২৩ দলে একসঙ্গে ছিলাম। দলে বেশ ক’জন সিনিয়র অভিজ্ঞ ফুটবলার আছেন। তাদের সঙ্গেও আমাদের ভাল সম্পর্ক আছে। আমি মনে করি আমরা অনুর্ধ-২৩ দলে শৃঙ্খলার মধ্যেই ছিলাম। কথা দিচ্ছি জাতীয় দলেও এর ব্যতিক্রম হবে না। নিজেদের শতভাগ দিয়ে ভাল খেলতে চেষ্টা করব আমরা।
×