ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিমান টিটি দলের অংশগ্রহণ নিয়ে ক্ষোভ

প্রকাশিত: ০৪:২৬, ১৭ মার্চ ২০১৬

বিমান টিটি দলের অংশগ্রহণ নিয়ে ক্ষোভ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জয়যাত্রা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার বিকেল ৪টায় পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘জয়যাত্রা ঢাকা মহানগরী টেবিল টেনিস লীগ।’ প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করবেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। প্রিমিয়ার বিভাগের পুরুষ বিভাগে ১০ এবং মহিলা বিভাগে ৭ দল অংশ নিচ্ছে। এছাড়া পুরুষদের প্রথম বিভাগে ২১ দল অংশ নেবে। এ উপলক্ষে সোমবার টেবিল টেনিস ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি শামসুল আলম আনু ও লীগ কমিটির চেয়ারম্যান শেখ মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই লীগের বাইলজ ভঙ্গ করে অনৈতিকভাবে ওয়াকওভার দল হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অংশগ্রহণ নিয়ে তুমুল আলোড়নের সৃষ্টি হয়েছে টিটি অঙ্গনে। অবৈধ বিমান দলের বিরুদ্ধে প্রবল আপত্তি জানিয়েছে বয়েজ ক্লাব। এই প্রেস বিজ্ঞপ্তিতে বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক আহসান আহমেদ অমিত বলেন, ‘এই লীগে প্রিমিয়ার ডিভিশন লীগের গতবারের দল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত মৌসুমে ৩ ম্যাচে অংশগ্রহণ করে ওয়াকওভার প্রদান করে। বাইলজ মোতাবেক বাংলাদেশ বিমান দল নিষিদ্ধ এবং পরবর্তী প্রথম বিভাগে অবনমিত হয়।
×