ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে সেরেনা

প্রকাশিত: ০৪:২৬, ১৭ মার্চ ২০১৬

কোয়ার্টার ফাইনালে সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসে দুর্দান্ত খেলছেন সেরেনা উইলিয়ামস। অসাধারণ খেলেই টানা দ্বিতীয়বারের মতো বিএনপি পরিবাস ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা সেরেনা উইলিয়ামস চতুর্থ পর্বে ৭০তম র‌্যাঙ্কধারী ইউক্রেনের কেটেরিয়ানা বোন্ডারেকোর সঙ্গে ৬-২ এবং ৬-২ গেমের সরাসির সেটে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। মহিলা এককে টেনিস কোর্টে এককভাবেই রাজত্ব করছেন সেরেনা উইলিয়ামস। গত মৌসুমে চার গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এ বছরের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই আমেরিকান। কিন্তু ফাইনালে জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে ছিটকে পড়েন তিনি। এরপরের ছয় সপ্তাহ আর কোন প্রতিযোগিতামূলক টেনিস খেলেননি সেরেনা উইলিয়ামস। তবে মাঝের বিরতিটা মোটেই পারফর্মেন্সের ধার কমায়নি সেরেনার। বরং প্রতিপক্ষের বিপক্ষে যেন আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠার আত্মবিশ্বাস নিয়ে এসেছেন তিনি। তারই বড় প্রমাণ ইন্ডিয়ান ওয়েলস। এখানে শুরু থেকেই নিজের সেরাটা খেলছেন তিনি। মঙ্গলবার কেটেরিনা বোন্ডারেকোর বিপক্ষেও নিজের ঝলক দেখালেন সেরেনা উইলিয়ামস। তবে এদিন প্রতিপক্ষ ছিলেন তুলনামূলক খর্ব শক্তির। যিনি ১৮ মাস আগে কন্যা সন্তানের মা হয়েছিলেন। তারপরও বোন্ডারেকোর পারফর্মেন্সের প্রশংসা করেছেন সেরেনা। এ বিষয়ে তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই বলা যায় যে, তার বিপক্ষে জয়টা সহজে আসেনি। অতীতে সে খুবই ভাল খেলোয়াড় ছিলেন। তাই বড় প্রতিপক্ষের সঙ্গে যে কিভাবে নিজের সেরাটা দিয়ে খেলতে হয় তা সে খুব ভালভাবেই জানে। যে কারণে আমার জন্য এই ম্যাচটা খুবই ভাল।’ সুদীর্ঘ ক্যারিয়ারে ২১ গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন সেরেনা। তার সামনে এখন জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের ২২ গ্র্যান্ডসøাম ছোঁয়ার হাতছানি। যা ফ্রেঞ্চ ওপেনেই করে ফেলতে মরিয়া সেরেনা উইলিয়ামস। তার আগে অবশ্য সেরেনার লক্ষ্য বিএনপি পরিবাস ওপেনের শিরোপা জেতা। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে তার বড় বাধা এখন সিমোনা হ্যালেপ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হ্যালেপ। ইন্ডিয়ান ওয়েলসের পঞ্চম বাছাই রোমানিয়ান তারকার সঙ্গে এ বছরে আরও দুটি ম্যাচ খেলেছেন সেরেনা। যার দুটিতেই অবশ্য জয়ের দেখা পেয়েছেন আমেরিকান তারকা। এবারও কী তাহলে সেরেনাই জিতবেন? ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা। তবে ছেড়ে কথা বলবেন না হ্যালেপও। মঙ্গলবার চতুর্থ পর্বে তিনি চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভার মুখোমুখি হয়েছিলেন। প্রথম সেট তিনি ৬-৩ ব্যবধানে সহজেই জিতে নেন। কিন্তু দ্বিতীয় সেটে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার পরই অবসর নেন। এর ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন হ্যালেপ। সেরেনা-হ্যালেপ ছাড়াও শেষ আটে জায়গা করে নিয়েছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েষ্কা রাদওয়ানস্কা, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, ক্যারোলিনা পিসকোভা এবং ভিক্টোরিয়া আজারেঙ্কার মতো তারকারা। পোল্যান্ডের রাদওয়ানস্কা এদিন ৬-৩ এবং ৬-৩ গেমে হারান সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচকে। এর ফলে শেষ ছয়বারের মুখোমুখি লড়াইয়ে রাদওয়ানস্কা সবকটিতেই হারিয়েছেন জাঙ্কোভিচকে। কোয়ার্টার ফাইনালে পোলিশ তারকার প্রতিপক্ষ এখন পেত্রা কেভিতোভা। চেকপ্রজাতন্ত্রের কোভিতোভা চতুর্থ পর্বে কষ্টার্জিত জয় পেয়েছেন নিকোল গিবসের সঙ্গে। দুইবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন কেভিতোভা এদিন ৪-৬, ৬-৩ এবং ৬-৪ গেমে হারিয়েছেন আমেরিকার গিবসকে। এছাড়া বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-১, ৪-৬ এবং ৬-১ সেটে হারিয়েছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে। তবে সেøাভাকিয়ার অখ্যাত মাগডালেনা রিবারিকোভার কাছে হেরে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছেন ইতালির রবার্টা ভিঞ্চি।
×