ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিকে খেলবেন নেইমার

প্রকাশিত: ০৪:২৬, ১৭ মার্চ ২০১৬

রিও অলিম্পিকে খেলবেন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে বৃহত্তম ক্রীড়া আসর অলিম্পিক গেমসে ফুটবল ইভেন্টে এখনও স্বর্ণপদক জিততে পারেনি ব্রাজিল। ফুটবলে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটিতে বসছে এবারের অলিম্পিক আসর। ঘরের মাঠে প্রথমবারের মতো ফুটবলে সাফল্য পাওয়ার স্বপ্ন বুনছে পেলের দেশ। কিন্তু ব্রাজিলের সেরা তারকা নেইমারের খেলা নিয়ে এতদিন ছিল সংশয়। অবশেষে নিশ্চিত হয়েছে, অধিনায়ককে নিয়েই স্বর্ণজয়ের মিশন শুরু করবে ব্রাজিল ফুটবল দল। অলিম্পিকে খেলার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন নেইমার। কিন্তু সমস্যা ছিল তার ক্লাব বার্সিলোনার আপত্তির কারণে। এ কারণে সম্প্রতি নুক্যাম্পে যান ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। নেইমার ও দুঙ্গার প্রতি অবশেষে সম্মান দেখিয়েছে কাতালানরা। অর্থাৎ নেইমারের নেতৃত্বেই রিও অলিম্পিক মিশনে নামবে ব্রাজিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উদ্ধতিতে জানা গেছে, ক্লাবের অনুমতি পাওয়ায় ব্রাজিলিয়ান সেনসেশনের অলিম্পিকে খেলতে আর বাধা নেই। আগামী ৫ আগস্ট রিও অলিম্পিকের পর্দা উঠবে। যেখানে ২৩ বছরের বেশি বয়সী তিনজন খেলতে পারবেন। ২৪ বছর বয়সী নেইমার খেলবেন এই কোটাতে। অলিম্পিকের আগে কোপা আমেরিকা মিশনে নামবে ব্রাজিল। শতবর্ষ পূর্তির বিশেষ আসরটিতে নেইমারের অংশগ্রহণে বার্সার বাধা দেয়ার উপায় নেই। কারণ ফিফার নিয়ম অনুযায়ী, কোপা আমেরিকা টুর্নামেন্টে প্রত্যেকটি ক্লাব খেলোয়াড়দের ছাড়তে বাধ্য। তার মানে, দেশের হয়ে দু’টি বড় আসর্ইে খেলতে যাচ্ছেন নেইমার। আগেই দু’টি আসরেই খেলার ব্যাপারে নিজের আগ্রহ প্রকাশ করেন ব্রাজিলিয়ান অধিনায়ক। কিন্তু ব্যাক টু ব্যাক আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়াতেই আপত্তি জানায় কাতালানরা। বার্সার অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করে অবশেষে নেইমারের ছাড়পত্র পেয়েছেন ব্রাজিল কোচ। আগামী জুনে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার শততম আসর। আর আগস্টে শুরু হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। ম্যাচের ব্যস্তসূচীর বিষয়টি সামনে আসলেও বার্সিলোনা সুপারস্টার এর আগে জানিয়েছিলেন তিনি দুটি টুর্নামেন্টেই খেলতে চান। তার সেই চাওয়া অবশেষে পূরণ হতে চলেছে। ২০১৪ সালে ঘরের মাঠের বিভীষিকাময় বিশ্বকাপের দুঃসহ স্মৃতি ভুলতেই ব্রাজিল আশা করছে অলিম্পিকের স্বর্ণ পদক জেতার। তবে কোপা আমেরিকাও তাদের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। আগামী ৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের ১০টি শহরে এবার কোপা আমেরিকার শততম আয়োজন অনুষ্ঠিত হবে। যেখানে ‘বি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু, হাইতি ও ইকুয়েডর।
×