ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাহানারাদের প্রতিপক্ষ আজ ইংল্যান্ড

প্রকাশিত: ০৪:২৫, ১৭ মার্চ ২০১৬

জাহানারাদের প্রতিপক্ষ আজ ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ প্রমীলা টি২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ আজ ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৭২ রানের বড় ব্যবধানে হেরে অনেকটাই কোণ্ঠাসা জাহানারা আলমের দল। চলমান পঞ্চম প্রমীলা টি২০ বিশ্বকাপের মূল পর্বে মোট দশ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। গ্রুপ বি-এ ভারত-ইংল্যান্ড ছাড়া বাংলাদেশকে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করতে হবে। সে অর্থে প্রমীলা টাইগাররা মোটেই ফেবারিট নয়। সেটি স্বীকার করে নিয়েই ভারতে পাড়ি জমানো অধিনায়ক জাহানারা যেমন বলেছিলেন, তাদের লক্ষ্য যতটা সম্ভব ভাল ক্রিকেট খেলা। কিন্তু সেই ভাল খেলটা যে সহজ নয়, প্রথম ম্যাচেই সেটি তারা হারে হারে টের পেয়েছে! হট ফেবারিট ভারতের কাছে এক রকম পত্তাই পায়নি বাংলাদেশের নারীরা। ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রানের বিশাল স্কোর গড়েছিল মিথালি রাজের নেতৃত্বাধীন ভারত। ৩৫ বলে সর্বোচ্চ ৪২ রান এসেছিল অধিনায়কের ব্যাট থেকে। এছাড়ার হারমানপ্রিত কাউর ২৯ বলে ৪০, ভিলাস্বামী ভনিতা ২৪ বলে ৩৮ এবং ভিদা কৃষ্ণামূর্তি সমান বলে করেন অপরাজিত ৩৬ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছিলেন রুমানা আহামেদ ও ফাহিমা খাতুন। এক শিকার নাহিদা আক্তারের। জবাবে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে একদমই সুবিধা করতে পারেনি জাহানারার দল। সর্বোচ্চ ২৫ বলে অপরাজিত ২৭ রান করেন পাঁচ নম্বরে নামা নিগার সুলতানা। ওপেনার শারমিন আক্তার ২১ ও মিডলঅর্ডারে ফাহিমা খাতুনের ১৪ উল্লেখ্য, এছাড়া আর কেউ বড় স্কোর গড়তে পারেননি। ফল ৫ উইকেটে ৯১ রানে থেমে যায় বাংলাদেশ। ভারতের হয়ে অনুজা পাতিল ও পুনম যাদব নেন দুটি করে উইকেট। গ্রুপে সেটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। সে অর্থে কন্ডিশনের সঙ্গে কিছুটা ধাতস্থ হতে পেরেছে বাংলাদেশ। অন্যদিকে প্রতিকূল পরিবেশে আজ প্রথম মাঠে নামছে ইংলিশ মেয়েরা। ইতিবাচক আরও একটি বিষয় রয়েছে। ইংল্যান্ড স্পিনের বিপক্ষে স্বচ্ছন্দ নয়। আর বাংলাদেশের বোলিংয়ের মূল শক্তিই হচ্ছে স্পিন। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছিল জাহানাররা। ইংলিশ আর আইরিশদের খেলার ধরনও প্রায় একই রকম। সুতরাং নিজেদের সেরাটা দিতে পারলে জয় অসম্ভব নয়। প্রমীলা অধিনায়ক জাহানারা বলেন, ‘ভারতের সঙ্গে আমরা প্রত্যাশা মতো খেলতে পারিনি। ইংল্যান্ড স্পিনে দুর্বল। তাই অমাদের সামনে ঘুরে দাঁড়ানোর ভাল সুযোগ রয়েছে।’ টি২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যিনি বলেছিলেন ‘অধিনায়কের বিষয়টি নিয়ে একবারেই চাপ নেই। দলের সবাই ভাল খেলছে, সবাই দরুণ সহযোগিতা পরায়ণ।’ প্রথম ম্যাচের ভুল-ত্রুটি শুধরে আজ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নারী দলের সময়ের আকর্ষণীয় এই তারকার কণ্ঠে।
×