ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাইজিরিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানির ১৬০০ কোটি ডলার রাজস্ব ফাঁকি

প্রকাশিত: ০৪:২৪, ১৭ মার্চ ২০১৬

নাইজিরিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানির ১৬০০ কোটি ডলার রাজস্ব ফাঁকি

অর্থনৈতিক রিপোর্টার ॥ নাইজিরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সরকারকে ১৬০০ কোটি ডলার রাজস্ব পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। কোম্পানিটি প্রতারণা করে কাজটি করেছে বলে সন্দেহ করা হচ্ছে। দ্য নাইজিরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশান (এনএনপিসি) এই বিপুল পরিমাণ রাজস্ব সরকারকে পরিশোধ করতে না পারার কোন ব্যাখ্যা দিতে পারেনি। নাইজিরিয়ার দুই-তৃতীয়াংশ সরকারী তহবিল তেল থেকে পাওয়া রাজস্ব দিয়েই গঠিত হয়। গত বছরের মে মাসে ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশজুড়ে দুর্নীতি দমন অভিযান চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। এর মধ্যেই এ রকম তথ্য উঠে আসল। তবে নিরীক্ষায় উঠে আসা তথ্যের ব্যাপারে কোন মন্তব্য করেনি এনএনপিসি। অনেক আগে থেকেই রাষ্ট্রীয় বৃহৎ এই কোম্পানিটির ঘাড়ে দুর্নীতির খড়গ ঝুলছে। এ প্রেক্ষিতে গত মাসে কোম্পানিটি ভেঙ্গে ৭টি ভিন্ন ভিন্ন কোম্পানিতে পরিণত করার ঘোষণা দেয় সরকার। কিছুদিন আগেই নাইজিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর লামিদো সানসুই ইঙ্গিত করেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার খোয়া গেছে। বর্তমানে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আফ্রিকা মহাদেশে সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া। সম্প্রতি বিশ্ববাজারে তেলের দাম ব্যাপক পড়ে যাওয়ায় দেশটির অর্থনীতি সঙ্কটের মুখে পড়েছে। চিনিকলসমূহের ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন অনুষ্ঠিত সম্প্রতি চিনি শিল্প ভবনের বোর্ডসভা কক্ষে বিএসএফআইসি নিয়ন্ত্রিত চিনিকলসমূহের ব্যবস্থাপনা পরিচালক সম্মেলন-২০১৬ অনুষ্ঠানে শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। শিল্প সচিব ব্যবস্থাপনা পরিচালকদের উদ্দেশে চিনিশিল্প কর্পোরেশনের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং এ শিল্পকে টিকিয়ে রাখার লক্ষ্য চিনি উৎপাদনের পাশাপাশি পণ্য উৎপাদন বৈচিত্র্য আনয়নের নির্দেশনা প্রদান করেন। তিনি উল্লেখ করেন, কর্পোরেশনের চলমান সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করাসহ গৃহীত প্রকল্পসমূহের সফল ও দ্রুত বাস্তবায়নে অধিকতর কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি আশা করেন, মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ নতুন নতুন লাভজনক প্রকল্পের উদ্ভাবন ও বিকাশে যথাযথ গুরুত্ব আরোপ করে কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করবে। গুণগত আখচাষ করে আখচাষীদের নিকট আখচাষ লাভজনক করার সফল পদক্ষেপ গ্রহণ করতে হবে। -বিজ্ঞপ্তি খোলা আকাশের নিচে হাজার হাজার বস্তা সার অর্থনৈতিক রিপোর্টার ॥ সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার বস্তা সার। গুদামের অপ্রতুলতা এবং বন্দরে পর্যাপ্ত শেড না থাকায় রোদ, বৃষ্টি আর কুয়াশায় উত্তরাঞ্চলের জন্য বরাদ্দকৃত সারের গুণগতমান নষ্ট হচ্ছে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, এ সার ব্যবহার করে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। উত্তরাঞ্চলের ১৪টি জেলার জন্য সার আসে বাঘাবাড়ী নৌবন্দরে। এখান থেকে সার ট্রাকসহ বিভিন্ন যানবাহনে উত্তরের ১৪টি গুদামে পাঠানো হয়।
×