ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গুমনামি বাবার বাক্সে নেতাজীর পারিবারিক ছবি

প্রকাশিত: ০৪:১৯, ১৭ মার্চ ২০১৬

গুমনামি বাবার বাক্সে নেতাজীর পারিবারিক ছবি

নেতাজী সুভাষ চন্দ্র বসু ইস্যুতে উত্তর প্রদেশের এককালের সাধু গুমনামি বাবাকে নিয়ে নতুন করে রহস্য দানা বেঁধে উঠছে। গুমনামি বাবার বাক্সে নেতাজীর পারিবারিক ছবি পাওয়ার পর ধারণা করা হচ্ছে তিনি কি তবে গুমনামি বাবার ছদ্মবেশ ধারণ করে উত্তর প্রদেশের ওই জেলায় জীবনের বাকি দিনগুলো কাটিয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইন। নেতাজীর অন্তর্ধান বিষয়ে বিভিন্ন রকম তত্ত্ব চালু রয়েছে। অনেকে মনে করেন তিনি ছিলেন গুমনামি বাবা। যারা মনে করতেন তিনিই এ পরিচয়ে আত্মগোপন করেছিলেন তাদের ধারণা এখন আরও শক্তিশালী হবে। কারণ ফৈজাবাদ জেলা আর্কাইভে রাখা গুমনামি বাবার জিনিসপত্রে বসু পরিবারের পুরনো ফটোগ্রাফ পাওয়া গেছে। পারিবারিক ছবি ছাড়াও সেখানে পাওয়া গেছে নেতাজীর বাবা জানকীনাথ বসু এবং মা প্রভাবতী বসুর ছবি। ১৯৮২ থেকে ৮৫ সাল পর্যন্ত রামভবনের যে বাড়িতে গুমনামি বাবা থাকতেন সেই বাড়ির মালিক ছিলেন শক্তি সিং। তিনি জানিয়েছেন, নেতাজীর বাবা-মা ছাড়াও বসু পরিবারের ২২ জনের ছবি পাওয়া গেছে। গুমনামি বাবার পরিচয় উদঘাটন করতে ফৈজাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ কমিটি গঠিত হয়েছিল। ছবি ছাড়াও আজাদ হিন্দ ফৌজের প্রবীণ সদস্য পবিত্র মোহন রায়ের একাধিক টেলিগ্রাম গুমনামি বাবার সংগ্রহে ছিল। এছাড়া দুর্গাপূজা ও নেতাজীর জন্মদিন উপলক্ষে প্রবীণ সদস্য সুনীলকান্ত গুপ্তের একাধিক টেলিগ্রাম গুমনামি বাবার কাছে পাঠানো হয়েছিল।
×