ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে বাসে বোমায় ১৬ সরকারী কর্মচারী নিহত ॥ আহত ২৪

প্রকাশিত: ০৪:১৯, ১৭ মার্চ ২০১৬

পাকিস্তানে বাসে বোমায় ১৬ সরকারী কর্মচারী নিহত ॥ আহত ২৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রধান নগরী পেশোয়ারের একটি বাসে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। একটি ব্যস্ততম বাজার এলাকা সাদ্দারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সরকারী কর্মীরা অফিসে যাওয়ার জন্য বাসটিতে উঠছিল। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কাশিফ জুলফিকার বলেন, সরকারী কর্মীদের বহনকারী একটি বাসে এই ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং ২৪ জনের বেশি লোক আহত হয়েছেন। অপর এক পুলিশ কর্মকর্তা ও হাসপাতালের কর্মকর্তারা এই ঘটনা ও হতাহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। বোমা নিষ্ক্রিয়াকারী কর্মকর্তারা জানান, বাসের মধ্যে একটি চার কিলোগ্রাম (৮.৮ পাউন্ড) ওজনের ইম্প্রোভাইসড ডিভাইস (আইইডি) পেতে রাখা হয়েছিল। বাসের গ্যাস সিলিন্ডারের কাছে এটি পেতে রাখা হয়। এর সঙ্গে একটি রিমোট কন্ট্রোল ডেটোনেটর ছিল। বিস্ফোরণকে শক্তিশালী করার জন্যই গ্যাস সিলিন্ডারের কাছে বোমাটি পেতে রাখা হয়। ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্বাস মজিদ। তিনি বলেন, বাসটি সরকারী কর্মীদের নিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মর্দান থেকে পেশোয়ার যাচ্ছিল। উদ্ধার কর্মীদের ঘটনাস্থল থেকে একটি নীল রঙের ওই বাসটি থেকে স্ট্রেচারে করে আহতদের অপেক্ষমান এ্যাম্বুলেন্সগুলোতে নিয়ে যেতে দেখা গেছে। উদ্ধার কর্মীরা এই বিস্ফোরণে আহত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অন্যদের কাঁধে তুলে নিয়ে যান। খবর এএফপি’র। ইয়েমেনে সৌদি জোটের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালানোর সময় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের একটি যুদ্ধবিমান বিধস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)দুই পাইলট মারা গেছেন। সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসির। সৌদি জোটে অংশ নিয়ে ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সমর্থনে ইউএই ২০১৫ সালের মার্চ থেকে দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে। এরপর এই প্রথমবারের মতো আরব আমিরাতের কোনো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। ইকুয়েডরে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২২ ইকুয়েডরে সেনাবাহিনীর একটি বিমান ২২ আরোহীসহ দেশটির আমাজন বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া নিজ টুইটার এ্যাকাউন্টে জানিয়েছেন। কোরেয়া বলেন, কেউ বেঁচে নেই। নিহতদের পরিবার ও সশস্ত্রবাহিনীর প্রতি আমাদের সমবেদনা। এটি একটি শোচনীয় ঘটনা। ইসরায়েলের তৈরি আরাভা বিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (১৯:৩০ জিএমটি) পূর্বাঞ্চলীয় প্রদেশ পাস্তাজায় বিধ্বস্ত হয়। বিমানটির আরোহীদের মধ্যে ইকুয়েডর সেনাবাহিনীর ১৯ সেনা ছিলেন, তারা প্যারাসুট ঝাঁপ প্রশিক্ষণের জন্য বিমানটিতে উঠেছিলেন। খবর বিবিসির।
×